Home> দেশ
Advertisement

বন্যায় বাঘের মৃত্যু, প্রাণ হারাল ১৭৮ হরিণসহ ১৫টি গণ্ডার

বন্যায় বাঘের মৃত্যু, প্রাণ হারাল ১৭৮ হরিণসহ ১৫টি গণ্ডার

ওয়েব ডেস্ক: বন্যায় আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ২২৫টি বন্যপ্রাণের মৃত্যু! ১৭৮টি হরিণ, ১৫টি গণ্ডার, ৪টি হাতি এবং একটি বাঘ বন্যায় মারা গিয়েছে, এই দাবিই করছে 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'।  কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ডিরেক্টর সত্যেন্দ্র সিং আসামের বন্যায় বনাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তিনি জানিয়েছেন, "জলের স্তর আসতে আসতে কমছে, কিন্তু এত ধীর গতিতে জল নামতে থাকলে ন্যাশনাল পার্কে বেঁচে থাকা অবশিষ্ট পশুদের বাঁচানো কঠিন হয়ে যাবে।" 

উল্লেখ্য, এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আসামের ৩৩ লক্ষ মানুষ। ২৫টি জেলা এখনও জলমগ্ন। ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে অসংখ্য মানুষ। মৃত্যু হয়েছে অনেকের। এছাড়াও, নানা অঞ্চলে রাস্তা, ব্রিজ ভেঙে যোগাযোগের সমস্ত পথই বন্ধ হয়ে গিয়েছে। যার কারণে আটকে রয়েছে উদ্ধারকাজও। আসাম ছাড়াও এবারের বন্যায় ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে বিহার এবং বাংলার বিভিন্ন জেলাও। 

Read More