Home> দেশ
Advertisement

2022 Presidential Election: রাষ্ট্রপতি নির্বাচনে কমে গেল সাংসদদের ভোটের মূল্য, জানুন কেন

যদিও রাষ্ট্রপতি নির্বাচনে জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিত্ব একেবারেই থাকবেনা তা নয়। লোকসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

2022 Presidential Election: রাষ্ট্রপতি নির্বাচনে কমে গেল সাংসদদের ভোটের মূল্য, জানুন কেন

নিজস্ব প্রতিবেদনঃ ১৮ জুলাই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে দেশের মোট ৪,৮০৯ জন সাংসদ এবং বিধায়ক বর্তমান রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের উত্তরসূরি নির্বাচন করবেন।

জম্মু ও কাশ্মীরে বিধানসভা না থাকার প্রভাব পরবে এই নির্বাচনে। রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদদের ভোটের মূল্য ৭০৮ থেকে কমে হবে ৭০০। রাষ্ট্রপতি নির্বাচনে একজন সাংসদের ভোটের মূল্য লোকসভা, রাজ্যসভা এবং দিল্লি ও পুদুচেরি সহ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভার নির্বাচিত সদস্যদের সংখ্যার উপর নির্ভর করে। মনোনীত সাংসদ, বিধায়কদের পাশাপাশি বিধান পরিষদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করতে ভোট দিতে পারবেন না।

এটা প্রথমবার নয় যখন কোনও রাজ্যের বিধানসভার বিধায়করা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বঞ্চিত হবেন। ১৯৭৪ সালে, নবনির্মাণ আন্দোলনের পরে মার্চ মাসে ১৮২ সদস্যের গুজরাট বিধানসভা ভেঙে দেওয়া হয়। রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিধানসভা গঠন করা সম্ভব হয়নি। সেই নির্বাচনে ভোট দিতে পারেননি গুজরাতের বিধায়করা। ফকরুদ্দিন আলী আহমেদ সেই নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

যদিও রাষ্ট্রপতি নির্বাচনে জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিত্ব একেবারেই থাকবেনা তা নয়। লোকসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আরও পড়ুন: Rajya Sabha polls: কংগ্রেসের বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ জেডিএস প্রধান কুমারস্বামীর

১৯৯৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনের সময় থেকে একজন সাংসদের ভোটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০৮। ১৯৫২ সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচনের সময় একজন সাংসদের ভোটের মূল্য ছিল ৪৯৪, এবং পরে ১৯৫৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তা বেড়ে হয় ৪৯৬। এরপরে ১০৯৬২-র নির্বাচনে হয় ৪৯৩।১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত ছিল ৫৭৬। ৩ মে, ১৯৬৯ তারিখে রাষ্ট্রপতি জাকির হোসেনের মৃত্যু হওয়ায় ১৯৬৯ সালে আবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৭৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে, একজন সাংসদের ভোটের মূল্য ছিল ৭২৩, এবং ১৯৭৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তা ছিল ৭০২।

বিধায়কদের ভোটের মূল্য রাজ্যের ভিত্তিতে পরিবর্তিত হয়। প্রতিটি বিধায়কের ভোটের মূল্য উত্তরপ্রদেশে ২০৮, ঝাড়খণ্ড এবং তামিলনাড়ুতে ১৭৬। অন্যদিকে মহারাষ্ট্রে তা ১৭৫। সিকিমে, বিধায়ক প্রতি ভোটের মূল্য ৭, নাগাল্যান্ডে ৯ এবং মিজোরামে ৮।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More