Home> দেশ
Advertisement

গুলবার্গ সোসাইটি গণহত্যায় ১১ জনের যাবজ্জীবন

গুলবার্গ সোসাইটি গণহত্যায় দোষীদের মধ্যে এগারো জনের আজীবন কারাবাসের নির্দেশ দিল আহমেদাবাদের বিশেষ আদালত। অপেক্ষাকৃত লঘু ধারায় দোষী সাব্যস্ত বারো জনের  সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। একজনকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড।

গুলবার্গ সোসাইটি গণহত্যায় ১১ জনের যাবজ্জীবন

ওয়েব ডেস্ক :গুলবার্গ সোসাইটি গণহত্যায় দোষীদের মধ্যে এগারো জনের আজীবন কারাবাসের নির্দেশ দিল আহমেদাবাদের বিশেষ আদালত। অপেক্ষাকৃত লঘু ধারায় দোষী সাব্যস্ত বারো জনের  সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। একজনকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড।

গোধরা কাণ্ডের পরের দিন ২০০২-এর ২৮ ফেব্রুয়ারি,  আমেদাবাদের গুলবার্গ সোসাইটি আবাসনে ৬৯ জনকে খুন করা হয়। নিহতদের মধ্যে ছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরি। গত ২ জুন এই মামলায় মোট চব্বিশ জনকে দোষী সাব্যস্ত করে আহমেদাবাদের বিশেষ সিট আদালত। 

তবে আজকের সাজায় খুশি নন  এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। দোষীদের প্রত্যেকের কঠোর শাস্তির দাবিতে অনড় তিনি।

Read More