Home> লাইফ স্টাইল
Advertisement

বন্যপ্রাণ দিবসে সুদর্শন পট্টনায়কের বালির উপর শিল্পটি দেখেছেন?

আজ ৩ মার্চ। ২০১৩ সাল থেকে আজকের দিনেই প্রতিবছর পালিত হয়ে আসছে 'ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে' বা বিশ্ববন্যপ্রাণ দিবস। এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার কেবল মানুষেরই নয়। বরং, প্রতিটি বন্য জীবজন্তুরও বেঁচে থাকার অধিকার রয়েছে সমানভাবে। এমন নয় তারা বেঁচে থেকে শুধু তাদের নিজেদেরই উপকার করছে। বরং উল্টোটা। বন্যপ্রাণ রয়েছে বলেই আমাদের পৃথিবীর ভারসাম্য বজায় থাকছে।

বন্যপ্রাণ দিবসে সুদর্শন পট্টনায়কের বালির উপর শিল্পটি দেখেছেন?

ওয়েব ডেস্ক: আজ ৩ মার্চ। ২০১৩ সাল থেকে আজকের দিনেই প্রতিবছর পালিত হয়ে আসছে 'ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে' বা বিশ্ববন্যপ্রাণ দিবস। এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার কেবল মানুষেরই নয়। বরং, প্রতিটি বন্য জীবজন্তুরও বেঁচে থাকার অধিকার রয়েছে সমানভাবে। এমন নয় তারা বেঁচে থেকে শুধু তাদের নিজেদেরই উপকার করছে। বরং উল্টোটা। বন্যপ্রাণ রয়েছে বলেই আমাদের পৃথিবীর ভারসাম্য বজায় থাকছে।

আরও পড়ুন হোলি স্পেশাল : ত্বক ও চুলের জন্য নিন বিশেষ যত্ন

এই বিষয়ে গোটা বিশ্বজুড়ে আরও বেশি সচেতনতা প্রয়োজন বলেই এরকম একটা দিনকে বিশেষ দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এরকম বিশেষ দিনগুলোতে নিজের শিল্পকর্ম ফুটিয়ে তোলেন ওড়িশার শিল্পী সুদর্শন পট্টনায়েক। আজকের দিনে বালির উপর তিনি যে শিল্পটি ফুটিয়ে তুলেছেন, সেটাই দেখে নিন।

আরও পড়ুন  এসির আরামে ভয়ানক অসুখ

Read More