Home> লাইফ স্টাইল
Advertisement

টমাস হ্যারিয়েট ও ধূমপানের ইতিকথা

ধূমপান স্বাস্থের পক্ষে ক্ষতিকারক, এ কথাটা সকলেই জানি। কিন্তু ধূমপানের অভ্যেস কবে থেকে মানব সভ্যতার সঙ্গে জড়িয়ে গেল, সে ইতিহাস জানেন কি?

টমাস হ্যারিয়েট ও ধূমপানের ইতিকথা

নিজস্ব প্রতিবেদন: প্রতিটি সিগারেটের প্যাকেটের গায়ে বড় করে ক্যানসার আক্রান্তের ছবি এবং সতর্কবার্তা থাকলেও ধূমপায়ীদের কেউই সেটিকে পাত্তা দেন না। মুম্বই, হায়দরাবাদ, অমদাবাদ, লখনউ আর কলকাতায় সমীক্ষা চালিয়ে জানা গিয়েছে যে, প্রতি সপ্তাহে ধূমপায়ীদের ধূমপানের জন্য গড়ে খরচ হয় ৩৪৮ টাকা। সিগারেট  ও তামাক সেবনকারীদের নিয়ে সাম্প্রতিক এক সমীক্ষা জানা গিয়েছে, কলকাতায় ধুমপায়ীর সংখ্যা সবথেকে বেশি। যেখানে কলকাতায় ধুমপায়ী ৪৯%, সেখানে দেশের বাকি অংশে ৪৩% ধুমপায়ী রয়েছেন। ধূমপান স্বাস্থের পক্ষে ক্ষতিকারক, এ কথাটা সকলেই জানি। কিন্তু ধূমপানের অভ্যেস কবে থেকে মানব সভ্যতার সঙ্গে জড়িয়ে গেল, সে ইতিহাস জানেন কি? আসুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: ধূমপানের পর শিশুর থেকে দূরে থাকুন অন্তত ৪ ঘণ্টা!

আমাদের দেশে ধূমপানের অভ্যেস অতি প্রাচীন। যিশুর জন্মেরও ৩০০০ বছর আগে এ দেশে ধূমপানের প্রমাণ মিলেছে। তবে সে যুগে তামাক পাতায় নয়, গাঁজা গাছের পাতা পুড়িয়ে ধোঁয়ার নেশা করা হত। তামাক পাতা পুড়িয়ে তার ধোঁয়া টানার চল তার অনেক পড়ে চালু হয়। উত্তর ও দক্ষিণ আমেরিকাই হল তামাক গাছের ‘দ্যাশ’ বা জন্ম ভিটে। ৬০০০ খ্রিস্টপূর্বাব্দের সময়কালে তামাক গাছের অস্তিত্বের কিছু নমুনাও পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। জানা যায়, দাঁতের ব্যথা কমাতে বা কাটাছেঁড়ার ওষুধ হিসেবে সে সময় তামাক পাতা ব্যবহার করা হত আমেরিকায়। তবে তামাক পাতা পুড়িয়ে ধোঁয়া টানার প্রচলন হয় ষোড়শ শতকের কিছু আগে থেকে। ভার্জিনিয়ার বাসিন্দা টমাস হ্যারিয়েট তামাক পাতা পুড়িয়ে ধোঁয়া টানার প্রচলন করেন। সালটা ১৫৮৮। গ্যালিলিওর আগে এই টমাস হ্যারিয়েটই প্রথম টেলিস্কোপে দেখে চাঁদের ছবি এঁকেছিলেন। শোনা যায়, এই হ্যারিয়েটের হাত ধরেই আলুর সঙ্গে পরিচয় ঘটে ব্রিটিশদের। যাই হোক, তামাকের প্রসঙ্গে ফেরা যাক। আমেরিকায় গিয়ে টমাসের ধারণা হয়েছিল, নানা রোগ আটকাতে পারে তামাকের ধোঁয়া। আর সে জন্যই তিনি তামাক পাতা পুড়িয়ে ধোঁয়া টানার প্রচলন করেন। ২ জুলাই, ১৬২১ সালে ৬১ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে টমাস হ্যারিয়েটের মৃত্যু হয়। অনেকের ধারণা, অতিরিক্ত তামাক সেবনই হ্যারিয়েটের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এর পর তামাকের চাহিদা এতটাই বৃদ্ধি পায়, যে ইউরোপ ও আমেরিকার বেশ কিছু দেশে একটা সময় স্বর্ণমুদ্রার পরিবর্তে তামাক পাতা দিয়ে বেচাকেনা শুরু হয়েছিল। এর অনেক পরে ১৯০২ সালে শুরু হয় বিশ্ববিখ্যাত সিগারেট প্রস্তুতকারী সংস্থা মার্লবোরো-র বিপনন। আর তার পরই সারা বিশ্বে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ধূমপান-সহ নানা তামাকজাত দ্রব্যের ব্যবসা আর চাহিদা। এই মুহূর্তে বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ সিগারেটের ধোঁয়ায় আসক্ত। অন্যান্য দেশে ধূমপানের প্রবণতা ইদানীং বেশ কিছুটা কমলেও আমাদের দেশে অল্পবয়সী ছেলেমেয়েদের মধ্যে দিনের পর দিন নেশা বাড়ছে।

আরও পড়ুন: গ্রিন টি খেলে কী কী উপকার পাওয়া যায় জানেন?

ফ্রান্সে ধূমপানকারীর সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেয়েছে। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে ধূমপায়ীর সংখ্যা কমেছে দশ লক্ষ। ২৮ মে, ২০১৮-এ ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সম্প্রতি ‘আমেরিকান ক্যানসার সোসাইটি’-র এক সমীক্ষায় জানা গিয়েছে যে আমাদের দেশে এমন ৬ লক্ষ ২৫ হাজার ধূমপায়ী আছেন যাঁদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। প্রতি বছর ভারতে ১০ লক্ষ মানুষের অকালমৃত্যু হয় শুধুমাত্র তামাক ব্যবহারের কারণে। ভারত দ্বিতীয় বৃহত্তম তামাক ব্যবহারকারী দেশ। তামাক উৎপাদনের দিক থেকে এ দেশ রয়েছে তৃতীয় স্থানে। দেশের সমস্ত ক্যানসার রোগীদের ৫০ শতাংশই তামাক সেবন করেন। মুখের ক্যানসারের ৯০% ই সিগারেট, গুটখা ও অন্যান্য তামাকের নেশায় আসক্তি কারণে হয়। ভারতে প্রায় ৯ কোটি পুরুষ ও ১.৩ কোটি মহিলা ধূমপান করেন। তাই সুস্থ ভবিষ্যতের কথা ভেবে ধূমপান থেকে যতটা সম্ভব বিরত থাকুন।

Read More