Home> লাইফ স্টাইল
Advertisement

Rath Yatra 2022: জগন্নাথের রথযাত্রা বিষয়ে এই বিশেষ তথ্যগুলি জানেন?

রথযাত্রার একটি আচার যা সবাইকে মুগ্ধ করে তা হল জগন্নাথের ১৪ দিন নির্জনবাস।

Rath Yatra 2022: জগন্নাথের রথযাত্রা বিষয়ে এই বিশেষ তথ্যগুলি জানেন?

নিজস্ব প্রতিবেদন:  রথযাত্রা অতি পবিত্র এক উৎসব। জগন্নাথদেবের মন্দিরেই এই রথযাত্রা পালিত হয়। এ ক্ষেত্রে পুরীর জগন্নাথ মন্দিরই আবার সব চেয়ে বড় উৎসবক্ষেত্রে। এর ধর্মীয় উৎসবের দিকে শুধু যে ওড়িয়াবাসীরাই তাকিয়ে বসে থাকেন, তা নয়। বাঙালিরা এবং অন্য অন্য প্রদেশের ভক্তরাও রথ নিয়ে খুবই আগ্রহী ও উজ্জীবিত থাকেন।

জগন্নাথের রথযাত্রা বিষয়ে বিশেষ কিছু তথ্য আছে যা আজও মানুষকে টানে:

প্রাচীন নিয়ম অনুসারে, বসন্তপঞ্চমী থেকে জগন্নাথের রথনির্মাণের কাঠ সংগ্রহ শুরু হয়।

জগন্নাথের রথের নির্মাণকাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ায়।

রথের জন্য কাঠ একটি বিশেষ জায়গা থেকেই সংগ্রহ করা হয়। 

এই রথগুলি শুধুমাত্র মন্দিরের নির্দিষ্ট ছুতোর মিস্ত্রিরাই তৈরি করেন।

জগন্নাথকে ভগবান বিষ্ণুর অন্যতম প্রধান অবতার হিসেবে ধরা হয়।

রথযাত্রার একটি আচার যা সবাইকে মুগ্ধ করে তা হল জগন্নাথের ১৪ দিন নির্জনবাস। সেই সময়ে মন্দির বন্ধ থাকে। দেবদর্শন বন্ধ থাকে। কেন জগন্নাথের এই ১৪ দিন নির্জনবাস, তার একটা কারণ আছে। জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রায় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে ১০৮ ঘটি জল দিয়ে স্নান করানো হয়। এই স্নানকে বলা হয় সহস্রধারা স্নান। এই স্নানের কারণে তারা তিনজন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। তখন ভেষজ দিয়ে তাঁদের চিকিৎসা করা হয়। এ কারণেই তাঁদের নির্জনঘরে বিশ্রামে রাখা হয়। 

এই বছর আষাঢ় শুক্ল দ্বিতীয়া তিথি ৩০ জুন সকাল ১০ টা বেজে ৪৯ মিনিট থেকে শুরু হবে, ১ জুলাই দুপুর ১ টা বেজে ৯ মিনিটে শেষ হবে। ১ জুলাই শুক্রবার থেকে শুরু হবে জগন্নাথের রথযাত্রা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Rath Yatra 2022: রথের রশি টানতে তৈরি পুরী, ছবিতে জানুন অজানা কথা...

Read More