Home> লাইফ স্টাইল
Advertisement

আপনি ভালো ড্রাইভার? গাড়ি বিমায় লাগবে কম প্রিমিয়াম!

প্রযুক্তি নির্ভর বিমা কভারের সুবিধার দিকে একটি পদক্ষেপ হিসাবে, IRDAI সাধারণ বীমা কোম্পানিগুলিকে মোটর ওন ড্যামেজ (OD) কভারের জন্য 'পে অ্যাজ ইউ ড্রাইভ', 'পে হাউ ইউ ড্রাইভ' এবং একই মালিকের একাধিক গাড়ির জন্য 'ফ্লোটার বিমা' করার অনুমতি দিয়েছে।

আপনি ভালো ড্রাইভার? গাড়ি বিমায় লাগবে কম প্রিমিয়াম!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে নতুন নিয়ম নিয়ে এল আইআরডিএআই। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই) সাধারণ বীমা সংস্থাগুলিকে মোটর বীমা পলিসির জন্য স্মার্ট অ্যাড-অন ইস্যু করার অনুমতি দিয়েছে। এই পলিসিগুলির প্রিমিয়াম গাড়ির ব্যবহার অথবা গাড়ির চালানোর ক্ষেত্রে চালকের আচরণের উপর নির্ভর করবে।

IRDAI তার বিবৃতিতে বলেছে, মোটর ইন্স্যুরেন্সের ধারণা ক্রমাগত পরিবর্তন হচ্ছে। প্রযুক্তির আবির্ভাব বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করার সুযোগ করে দিয়েছে। তাঁরা আরও জানিয়েছে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে মানিয়ে নিয়ে বদলাতে হবে বিমা ব্যবস্থাকে। 

প্রযুক্তি নির্ভর বিমা কভারের সুবিধার দিকে একটি পদক্ষেপ হিসাবে, IRDAI সাধারণ বীমা কোম্পানিগুলিকে মোটর ওন ড্যামেজ (OD) কভারের জন্য 'পে অ্যাজ ইউ ড্রাইভ', 'পে হাউ ইউ ড্রাইভ' এবং একই মালিকের একাধিক গাড়ির জন্য 'ফ্লোটার বিমা' করার অনুমতি দিয়েছে।

এর আগে যে গাড়ি বেশি চলে এবং যে গাড়ি কম চলে সব গাড়ির জন্যই বীমার প্রিমিয়াম সমান ছিল। 'পে অ্যাজ ইউ ড্রাইভ'-এর মাধ্যমে ব্যবহারের উপর ভিত্তি করে বীমার প্রিমিয়াম দেওয়ার সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন: একটি তাসের কার্ডে কতগুলি ৮ সংখ্যা রয়েছে? সঠিক উত্তর কি আপনি বলতে পারবেন?

অন্যদিকে 'পে হাউ ইউ ড্রাইভ'-এর মাধ্যমে গাড়ি চালকের অভ্যাস, তাঁর নামে থাকা চালানের সংখ্যা ইত্যাদির উপর ভিত্তি করে নির্ধারিত হবে বীমার প্রিমিয়াম।

এছাড়াও যে গ্রাহকের একের বেশি গাড়ি রয়েছে তাদেরকে একই বীমায় সব গাড়ির কভার দেওয়ার জন্য থাকবে 'ফ্লোটার বিমা'। জানা গিয়েছে প্রতিটি গাড়ির জন্য আলাদা বীমা করানর তুলনায় কম খরচ হবে ফ্লোটার বিমায়।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More