Home> লাইফ স্টাইল
Advertisement

বিয়ে বাড়িতে গান বাজলে হবে না সেই বিয়ে

মেহেন্দি লাগাকে রখনা, ডোলি সাজাকে রখনা

বিয়ে বাড়িতে গান বাজলে হবে না সেই বিয়ে

ওয়েব ডেস্ক: মেহেন্দি লাগাকে রখনা, ডোলি সাজাকে রখনা
              লেনে তুঝে ও গোরি, আয়েঙ্গে তেরে সজনা

বিয়ে বাড়ি মানেই, কোনও না কোন এক সময় এই গানটা বাজবেই। শুধু কী গান। ব্যাণ্ড-বাজা-বারাত ছাড়া তো বিয়ে অম্পূর্ণ। আজকাল তো বসছে ডিজে-র আসরও। কিন্তু বিয়ে বাড়ির এইসব কোনও আনন্দই থাকবে না যদি আপনি হন মুসলিম।
গান-বাজনা, ব্যাণ্ড, ডিজে- এই সব কিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করল মুসলিম ধর্মগুরুরা। মুসলিম বিয়ে বাড়িতে আর বাজবে না গান। বসবে না জলসা। হবে না ডিজে নাইটও। তাদের মতে, বিয়েতে জোরে গান-বাজনা হওয়াটা ঠিক নয়। কেউ ব্যক্তিগত ইচ্ছায় চাইলে আয়োজন করতেই পারে। তবে সেক্ষেত্রে সেই বিয়ের জন্য কোনও 'নিকাহ ফর্ম' দেওয়া হবে না। অগত্যা এবার থেকে চুপেচাপেই সারতে হবে বিয়ে।

 

Read More