Home> লাইফ স্টাইল
Advertisement

Mohini Ekadashi 2022: মোহিনী একাদশীর অতি পুণ্যদিন; এবারে ৪ বছর পরে দুর্লভ যোগ এই তিথিতে

দিনটি অত্যন্ত শুভ। যে কোনও ধরনের শুভ কাজের জন্য এদিন পঞ্জিকা দেখার দরকার পড়ে না। সারাদিনে যে কোনও সময় যে কোনও রকম মাঙ্গলিক অনুষ্ঠান করার জন্য আদর্শ।

Mohini Ekadashi 2022: মোহিনী একাদশীর অতি পুণ্যদিন; এবারে ৪ বছর পরে দুর্লভ যোগ এই তিথিতে

নিজস্ব প্রতিবেদন:  মোহিনী একাদশী পালিত হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। এদিন বিষ্ণুর নারীরূপের আরাধনা করা হয়। কিন্তু কেন মোহিনী? পুরাণে তার কাহিনি আছে। 

সমুদ্রমন্থনের পরে অমৃতকলস নিয়ে দেবাসুরের যুদ্ধ চলছে। তখন বিষ্ণু এক সুন্দরী নারীর রূপ ধরে কলসটি হাতে নিয়ে দেবতা ও অসুরদের দুপাশে সার দিয়ে বসতে বললেন। তিনি সমান ভাবে অমৃত পরিবেশন করবেন। ওই নারীর অপূর্ব রূপ দেখে বিচলিত মুগ্ধ বিক্ষিপ্তচিত্ত হলেন অসুররা। সেই অবসরে বিষ্ণু সেদিন অসুরদের ছলনা করেছিলেন। মোহিনী রূপে বিষ্ণু ছলনা করেছিলেন বলে সেই দিনটি মোহিনী একাদশী হিসেবে খ্যাত হল।

এ বছর দিনটি পালিত হচ্ছে আজ, ১২ মে বৃহস্পতিবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী নামে পরিচিত হয়। দিনটি অত্যন্ত শুভ। যে কোনও ধরনের শুভ কাজের জন্য এদিন পঞ্জিকা দেখার দরকার পড়ে না। সারাদিনে যে কোনও সময় যে কোনও রকম মাঙ্গলিক অনুষ্ঠান করার জন্য আদর্শ।

এই বছর মোহিনী একাদশীতে অত্যন্ত শুভ যোগ তৈরি হয়েছে। এটা ঘটল প্রায় ৪ বছর পরে। যেহেতু বৃহস্পতিবার এই একাদশী পড়েছে, তাই এর গুরুত্ব এবার আরও বেড়ে গিয়েছে। এমনিতেই মনে করা হয়, বৃহস্পতিবার বিষ্ণুর  আরাধনার জন্য সবচেয়ে উপযুক্ত দিন।

আরও পড়ুন: Chandra Grahan: জানেন, বছরের প্রথম চন্দ্রগ্রহণ কবে, কোন সময়ে, কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

Read More