Home> লাইফ স্টাইল
Advertisement

Durga Puja 2022: জোনাকি || কবিতা ||

মৌপিয়া মুখার্জী

Durga Puja 2022: জোনাকি || কবিতা ||

জোনাকি

মৌপিয়া মুখার্জী

 

বহুদিন চলে গেছ, সেই দূর, জ্যোৎস্না

হয়তো এখন আর জল নেই, বিস্ময়

হেঁটে যায় পথঘাট, আমরাও হাঁটতাম

প্রতিবার ফিরে দেখি, ঘরময় বন্যা!

এখন আসি ও যাই, নিয়নের সংশয়

অন্ধ চড়ুই আর রাস্তার উচ্ছ্বাস

সবাই ফিরবে কাল, তোড়জোড় শেষ প্রায়

অথচ ফেরার পর তুমি নেই, ভয় হয়!

আজকাল ঘুমে আর জাগাতেও আসো না

জাগরণ ভোর এই শীতকাল জানতো

আতসকাচের দাগ, অন্তর ছারখার

হুইসেল মুছে দেয় স্টেশনের বাসনা!

আবার আসবো দেখো, বিরহীর ভুল না-

এই তো প্রথম নয়, সব মুখ জলসায়

তোমাকেই দেখছি, তাই প্রেম নিষ্পাপ

বহুদিন চলে গেছ, সেই কোন, জ্যোৎস্না!

 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More