Home> লাইফ স্টাইল
Advertisement

Drinking Water: দাঁড়িয়ে জল পান করেন? জানেন, কী ক্ষতি করছেন?

জল অপরিহার্য, কিন্তু যথাযথ ভাবে না পান করলে তা ডেকে আনে অবাঞ্ছিত বিপদ।

Drinking Water: দাঁড়িয়ে জল পান করেন? জানেন, কী ক্ষতি করছেন?

নিজস্ব প্রতিবেদন: আমরা নানা পসচারেই জল পান করি। দাঁড়িয়ে, বসে, আধশোয়া অবস্থায়। কিন্তু একেবারে স্বাভাবিক পসচারেই জল পান উচিত। বিশেষত, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করা একেবারেই অনুচিত বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা। 

এর ফলে কী ক্ষতি হয়?

দাঁড়িয়ে জলপান শরীরের নানা বিপদ ডেকে আনে। এর ফলে কিডনিতে এবং মূত্রথলিতে অনেক সময়েই টক্সিক সাবস্টান্স জমতে থাকে। যা শরীরে নানা অবাঞ্ছিত বিপদ ডেকে আনে।

শরীরকে শুষ্কতার হাত থেকে বাঁচাতে জল পানের কোনও বিকল্প নেই। শরীরের বর্জ্য দূষিত পদার্থগুলিকে বের করে দেয় জল। কোষগুলিকে পুষ্টি জোগায়, অক্সিজেন জোগায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখে। মস্তিষ্কের কাজকর্ম সম্পাদন করার ক্ষেত্রেও জলের প্রভূত উপযোগিতা আছে।

আয়ুর্বেদ শাস্ত্র বলে, ভুল ভাবে জলপান করলে তা আমাদের পরিপাকচক্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

তা হলে কী ভাবে জলপান করবেন?

কখনও একেবারে একটানা ঢকঢক করে এক গ্লাস বা অনেকটা পরিমাণ জল খেয়ে নেওয়া উচিত নয়। এতে গ্যাসট্রিকের তরল লঘু হয়ে যায়। যার ফলে খাদ্যের সারাংশ গ্রহণ করতে অসুবিধা হয় এর। তাই ধীরে ধীরে জল পান করাটাই উচিত।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Numerology: কেমন যাবে ২০২২ সাল? কী বলছে আপনার জন্মদিনের 'সংখ্যা'?

Read More