Home> লাইফ স্টাইল
Advertisement

ডুডল ফর গুগলের বিজয়ীর পেন্টিং আজ 'চিলন্ড্রেন'স ডুডল'

শিশু দিবসে এবার গুগল ইন্ডিয়ার পেজেও রইল এক খুদের তৈরি পেন্টিং। নিজের আঁকায় অসমের জঙ্গলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছিল বৈদেহি রেড্ডি। ডুডল ফর গুগলের বিজয়ী বৈদেহির সেই আঁকাই আজ গুগল ইন্ডিয়া পেজের ডুডল।

ডুডল ফর গুগলের বিজয়ীর পেন্টিং আজ 'চিলন্ড্রেন'স ডুডল'

ওয়েব ডেস্ক: শিশু দিবসে এবার গুগল ইন্ডিয়ার পেজেও রইল এক খুদের তৈরি পেন্টিং। নিজের আঁকায় অসমের জঙ্গলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছিল বৈদেহি রেড্ডি। ডুডল ফর গুগলের বিজয়ী বৈদেহির সেই আঁকাই আজ গুগল ইন্ডিয়া পেজের ডুডল।

প্রতি বছর ১৪ নভেম্বর পন্ডিত জহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস পালিত হয় ভারতে। এবছর নেহরুর ১২৫তম জন্মদিন। সেই উপলক্ষেই গুগল ইন্ডিয়া আয়োজন করেছিল ষষ্ঠ ডুডল ফর গুগল প্রতিযোগিতা। এবারের থিম ছিল 'ভারতের যেখানে আমি যেতে চাই' (A place in India I wish to visit)। সকলের মধ্যে থেকে বেছে নেওয়া হয় সেরা ১২ জনকে। তাদের মধ্যে সেরার সেরা নির্বাচিত হয়েছে বৈদেহি। তাঁর পছন্দের জায়গা অসম। পেন্টিংয়ের নাম 'ন্যাচরাল অ্যান্ড কালচারাল প্যারাডাইস-আসাম' (Natural and Cultural Paradise-Assam)।

গুগল ইন্ডিয়ার পাতা খুললেই আজ চোখের সামনে ভেসে অপূর্ব সুন্দর উত্তর-পূর্ব ভারত। জঙ্গল, বাঘ, গন্ডার, বিহু নাচ, বাঁশ গাছ, চা পাতার মাধ্যমে অসমের সৌন্দর্য তুলে ধরেছে বৈদেহি।

 

Read More