Home> লাইফ স্টাইল
Advertisement

আকাশে উড়ল ৭২ টি মহিষ

কথায় আছে গল্পের গরু গাছে চড়ে। তবে গাছে না হলেও আকাশে উড়ল বাহাত্তরটি মহিষ। গতকাল রাতে ডেনমার্ক থেকে কাতার এয়ারওয়েজের কারগো বিমানে কলকাতায় নামে মহিষগুলি। বিষয়টা বেশ উপভোগ করে কলকাতা বিমান বন্দরে তখন উপস্থিত থাকা কর্মী, যাত্রীরা। মানুষের কাছেই বিমানে চড়াটা যখন খানিকটা বিলাস, তখন মহিষগুলোর এমন বিমান যাত্রায়, ভালোই আনন্দ পেয়েছেন তাঁরা। কলকাতায় ছত্রিশটি মহিষ নামানোর পর বাকিগুলিকে পাঠানো হয়েছে চেন্নাইতে। ন্যাশনাল ডেয়ারি বোর্ডের তরফে মহিষগুলি নিয়ে আসা হয়েছে উন্নত প্রজননের জন্য। বিমানবন্দর থেকে। মহিষগুলিকে নিয়ে যাওয়া হয় হাওড়ায়।

 আকাশে উড়ল ৭২ টি মহিষ

ওয়েব ডেস্ক: কথায় আছে গল্পের গরু গাছে চড়ে। তবে গাছে না হলেও আকাশে উড়ল বাহাত্তরটি মহিষ। গতকাল রাতে ডেনমার্ক থেকে কাতার এয়ারওয়েজের কারগো বিমানে কলকাতায় নামে মহিষগুলি। বিষয়টা বেশ উপভোগ করে কলকাতা বিমান বন্দরে তখন উপস্থিত থাকা কর্মী, যাত্রীরা। মানুষের কাছেই বিমানে চড়াটা যখন খানিকটা বিলাস, তখন মহিষগুলোর এমন বিমান যাত্রায়, ভালোই আনন্দ পেয়েছেন তাঁরা। কলকাতায় ছত্রিশটি মহিষ নামানোর পর বাকিগুলিকে পাঠানো হয়েছে চেন্নাইতে। ন্যাশনাল ডেয়ারি বোর্ডের তরফে মহিষগুলি নিয়ে আসা হয়েছে উন্নত প্রজননের জন্য। বিমানবন্দর থেকে। মহিষগুলিকে নিয়ে যাওয়া হয় হাওড়ায়।

Read More