Home> লাইফ স্টাইল
Advertisement

এই বিষয়ে ভারতের 'মুখরক্ষা' করল বাংলাদেশ!

এইবিষয়ে ভারতের 'মুখরক্ষা' করল বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সবার উপরে। তারপরে রয়েছে আরও বেশকিছু দেশ। বাংলাদেশ সবার নীচে। একটুর জন্য শেষ হওয়া থেকে 'মুখরক্ষা' হল ভারতের।

এই বিষয়ে ভারতের 'মুখরক্ষা' করল বাংলাদেশ!

ওয়েব ডেস্ক : এইবিষয়ে ভারতের 'মুখরক্ষা' করল বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সবার উপরে। তারপরে রয়েছে আরও বেশকিছু দেশ। বাংলাদেশ সবার নীচে। একটুর জন্য শেষ হওয়া থেকে 'মুখরক্ষা' হল ভারতের।

fallbacks

কথা হচ্ছিল, মাংস খাওয়া নিয়ে। সমীক্ষা রিপোর্ট বলছে, মাংস খাওয়ার দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবার উপরে। একজন মার্কিনি বছরে গড়ে ১২০ কেজির বেশি মাংস খেয়ে থাকে। সেখানে বাংলাদেশিরা খায় মাথাপিছু বছরে ৪ কেজি। ভারতীয়দের মানটা একটু বেঁচেছে। ভারতীয়রা বছরে মাথাপিছু ৪.৪ কেজি মাংস খেয়ে থাকে।

মাংস খাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে কুয়েত, অস্ট্রেলিয়া, বাহামাস, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, বারমুডা, আর্জেন্টিনা। অন্যদিকে শ্রীলঙ্কাতেও অবশ্য ভারতের থেকে বেশি মাংস খাওয়া হয়। সেখানে মাথাপিছু মাংস খাওয়া হয় বছরে ৬.৩ কেজি।

Read More