Home> কলকাতা
Advertisement

জি ২৪ ঘণ্টার মহাপুজো বারোয়ারি: সেরার তালিকায় কে কে? দেখুন

একের পর এক তাক লাগানো সব পুজোমণ্ডপ, প্রতিমা। চলল তুলমূল্য বিচার।

জি ২৪ ঘণ্টার মহাপুজো বারোয়ারি: সেরার তালিকায় কে কে? দেখুন

নিজস্ব প্রতিবেদন : আজ শুভ পঞ্চমী। শুভ পঞ্চমীর সকালে শহর কলকাতার সেরা পুজোগুলিকে বেছে নিল জি ২৪ ঘণ্টা। প্রতিবারের মতো এবারও মহাপুজোর আয়োজনে জি ২৪ ঘণ্টা। চতু্র্থীর দিনভর কলকাতার উত্তর থেকে দক্ষিণ, শহর চষে ফেলেন বিচারকরা। একের পর এক তাক লাগানো সব পুজোমণ্ডপ, প্রতিমা। চলল তুলমূল্য বিচার। আর তারপরই বেছে নেওয়া হল কলকাতা শহরের সেরা পুজোগুলিকে। কে কীসে সেরা হল? দেখুন-

 

জি ২৪ ঘণ্টার মহাপুজো বারোয়ারি

 

সেরা বারোয়ারি- টালা প্রত্যয় (থিম- কল্পলোক, শিল্পী- সুশান্ত পাল, প্রতিমা শিল্পী- সুব্রত কর্মকার ও সুশান্ত পাল)

সেরা বারোয়ারি- সমাজসেবী বালিগঞ্জ (থিম- কুর্নিশ, শিল্পী- প্রদীপ দাস, প্রতিমা শিল্পী- পিন্টু শিকদার)

সেরা থিম- দমদম পার্ক তরুণ দল (থিম- দেবীপক্ষ, শিল্পী- অনির্বাণ দাস)

সেরা প্রতিমা- অজেয় সংহতি (প্রতিমা শিল্পী- তারকনাথ দাস)

সেরা ঢাক- ঠাকুরপুকুর এসবি পার্ক

সেরা ঢাক- নলিন সরকার স্ট্রিট

দেবী সালাঙ্কারা- দমদম পার্ক তরুণদল (প্রতিমা শিল্পী- সনাতন দিন্দা)

ছোট পুজোর সেরা পুজো- টালা বারোয়ারি (থিম- সোনায় মোড়া নিরানব্বই)

সেরার সেরা- চেতলা অগ্রণী

সেরার সেরা- সুরুচি সংঘ

সেরার সেরা- নাকতলা উদয়ন সংঘ

সেরার সেরা- শ্রীভূমি স্পোর্টিং ক্লাব

সেরার সেরা- ত্রিধারা

সেরার সেরা- একডালিয়া এভারগ্রিন

Read More