Home> কলকাতা
Advertisement

'ছেলেধরা' সন্দেহে খাস কলকাতায় যুবককে গণপিটুনি

এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

'ছেলেধরা' সন্দেহে খাস কলকাতায় যুবককে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদন : ছেলেধরা সন্দেহে গণপিটুনির জেরে এক যুবকের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। বেশ কিছুদিন ধরেই রাজ্যজুড়ে ছেলেধরা গুজব ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। ছেলেধরা সন্দেহে একের পর এক জায়গায় গণপিটুনির শিকার হচ্ছেন মহিলা-পুরুষ। এবার গণপিটুনির ঘটনা ঘটল কাঁকুরগাছিতে।

ঘটনা শুক্রবার রাতের। কাঁকুরগাছি প্যান্টালুনসের কাছে এক যুবককে ছেলেধরা সন্দেহে বেধঢ়ক মারধর করে জনা তিরিশেক লোক। মারের চোটে গুরুতর জখম হন ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, রাতেই ওই যুবকের মৃত্যু হয়। যদিও কলকাতা পুলিস দাবি করেছে, গণপিটুনিতে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

fallbacks

আরও পড়ুন, "বাবা-মায়ের কাছে একটা সাইকেল চেয়েও পাইনি", শৈশবের স্মৃতিচারণায় আবেগঘন মুখ্যমন্ত্রী

এই ঘটনায় তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিস। গণপিটুনিতে যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে যে এলাকায় মারধরের ঘটনাটি ঘটেছে, সেই এলাকায় কোনও সিসিটিভি ক্যামেরা নেই। খতিয়ে দেখা হচ্ছে কাঁকুরগাছি শপিং মলের সিসিটিভি ফুটেজ।

শুধুমাত্র ছেলেধরা সন্দেহেই গণপিটুনি, নাকি এর পিছনে অন্য কোনও শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস। তবে যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ধুন্ধুমার বাঁধে কাঁকুরগাছির গোখানা বস্তিতে। জনতা-পুলিস খণ্ডযুদ্ধ বেঁধে যায়।  পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছয় লালবাজার গুন্ডাদমন শাখা।

আরও পড়ুন, স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, কদিন আগে ছেলেধরা গুজবে গণপিটুনির জেরে হাওড়ার টিকিয়াপাড়ায় জনতা-পুলিস খণ্ডযুদ্ধ বেঁধে যায়। হাওড়ার জগতবল্লভপুরেও একই ঘটনা ঘটে। প্রায় জনা পাঁচেককে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে ছেলেধরা সন্দেহে চলে গণপিটুনি। পূর্ব মেদিনীপুরের তমলুকে ছেলেধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। সেখানে গাছে বেঁধে চলে গণপ্রহার।

Read More