Home> কলকাতা
Advertisement

আসতে কে বারণ করেছে! ফলপ্রকাশের পর দলত্যাগীদের 'ওয়েলকাম' Mamata-র

ভোট মিটে যাওয়ার পর দলত্যাগীদেরই স্বাগত জানালেন তৃণমূল নেত্রী (TMC Supremo)। 

আসতে কে বারণ করেছে! ফলপ্রকাশের পর দলত্যাগীদের 'ওয়েলকাম' Mamata-র

নিজস্ব প্রতিবেদন: ভোটের আগে তৃণমূল ছেড়ে একাধিক নেতানেত্রী পদ্ম পতাকা হাতে নিয়েছিলেন। ভোটের প্রচারে তাঁদের 'বিশ্বাসঘাতক', 'গদ্দার' বলে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোট মিটে যাওয়ার পর দলত্যাগীদেরই স্বাগত জানালেন তৃণমূল নেত্রী। বলেন,''আসতে কে বারণ করেছে! আসলে ওয়েলকাম।''

লোকসভার আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন সিং,সৌমিত্র খাঁ,  নিশীথ প্রামাণিকরা। একুশের ভোটের আগে তো রীতিমতো 'যোগদান মেলা' শুরু করেছিল বিজেপি (BJP)। প্রতিদিনই পদ্ম হাতে দেখা গিয়েছে তৃণমূলের কাউকে না কাউকে। দল ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, বৈশাখী ডালমিয়া ও সব্যসাচী দত্তরা। তার মধ্যে হিরণ, শুভেন্দু ও নিশীথ বাদে সকলেই হেরেছেন। ভোট-প্রচারে দলত্যাগীদের 'গদ্দার','বিশ্বাসঘাতক'দের দলে নেওয়া হবে না বলে জানিয়েছিলেন মমতা। কিন্তু ভোট মেটার পর সৌজন্য দেখালেন তিনি। সোমবার কালীঘাটে সাংবাদিক বৈঠকে এনিয়ে প্রশ্নের জবাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,''আসুক না। আসতে কে বারণ করেছে! আসলে ওয়েলকাম।''

মুখ্যমন্ত্রীর ডাকে কেউ সাড়া দেবেন না বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,''এর আগেও মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন। যদিও কেউ সাড়া দেয়নি। আমার মনে হয় না কেউ সাড়া দেবে! বিজেপিতে তাঁরা কাজ করছেন। যেভাবে অত্যাচারিত হয়ে এসেছেন, তাঁরা ফিরে যাবেন বলে মনে হয় না।'' 

 

আরও পড়ুন- বুধবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ Mamata-র, কোভিড কাটলে ব্রিগেডে সেলিব্রেশন

 

 

Read More