Home> কলকাতা
Advertisement

আগামী ৭ জুলাই রাজ্যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন পরিষদীয় মন্ত্রী Partha

অমিত মিত্র (Amit Mitra) অসুস্থ। বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেননি।

আগামী ৭ জুলাই রাজ্যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন পরিষদীয় মন্ত্রী Partha

নিজস্ব প্রতিবেদন: অর্থমন্ত্রী অসুস্থ থাকায় বিধানসভা নির্বাচনের আগে 'ভোট অন অ্যাকাউন্ট' পেশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার ৭ জুলাই পেশ হতে চলেছে পূর্ণাঙ্গ বাজেট। অসুস্থতার কারণে অমিত মিত্র এই দফাতেও বাজেট পড়বেন না। তাঁর পরিবর্তে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বাজেট পেশ করতে পারেন বলে সূত্রের খবর। রাজ্যের শিল্প এবং তথ্যপ্রযুক্তি দফতর রয়েছে পার্থর হাতে।    

অমিত মিত্র অসুস্থ। বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেননি। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শপথগ্রহণ করেন তিনি। ফলে রাজ্যের অর্থমন্ত্রী বাজেট পড়তে না পারলে পরিষদীয় মন্ত্রী হিসেবে সেই দায়িত্ব পালন করতে পারেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আইনগত কোনও বাধা নেই। পার্থ নিজেও সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি জানান,'পরিষদীয় মন্ত্রী হিসেবে বাজেট পড়তেই পারি। আইনি সমস্যা নেই। তবে এখনও নির্দেশ পাইনি।'

অর্থমন্ত্রী অসুস্থ থাকায় বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপালের অনুমতি নিয়েছিলেন তিনি। আগামী ২ জুলাই শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশন শুরু হতে পারে রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভাষণ দিয়ে। 

আরও পড়ুন- 'বঙ্গভঙ্গ'-দাবিতে ক্ষতিগ্রস্ত দলের ভাবমূর্তি, সৌমিত্র-বার্লাকে সতর্ক করল BJP

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More