Home> কলকাতা
Advertisement

সারদা মামলায় TMC মুখপাত্র Kunal Ghosh-কে জিজ্ঞাসাবাদের জন্য সমন ED-র

সারদা মামলায় একটি নতুন অডিয়োক্লিপ প্রকাশ্যে এসেছে। 

সারদা মামলায় TMC মুখপাত্র Kunal Ghosh-কে জিজ্ঞাসাবাদের জন্য সমন ED-র

নিজস্ব প্রতিবেদন: সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কুণাল ঘোষকে (Kunal Ghosh) সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামিকাল, মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে ২০১৩ সালে একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তৃণমূলের মুখপাত্র বলেন,'ক'দিন আগে নোটিস পেয়েছি। মঙ্গলবার দলের কাজ রাখিনি। আমি নিজে তদন্তের মুখোমুখি হয়েছে। এড়িয়ে যাইনি। আগামিকালও সসম্মানে যাব।'

সারদা মামলায় একটি নতুন অডিয়োক্লিপ প্রকাশ্যে এসেছে। ইডি সূত্রে খবর, কুণালকে জিজ্ঞাসাবাদ করে ওই ক্লিপ সংক্রান্ত বিষয়ে জানতে চাইছেন তদন্তকারীরা। ২০১৩ সালে ইডি জিজ্ঞাসাবাদ করেছিল তাঁকে। পরে তাঁর বয়ান পাঠানো হয় সিবিআই-র কাছে।               

ইডির জেরায় মুখোমুখি হবেন বলে জানিয়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়,'ক'দিন আগে নোটিস পেয়েছি। আগামিকাল অবশ্যই যাব। ২০১৩ সালে অক্টোবরে গিয়েছিলাম। আমার সম্পর্কে ইডি-সিবিআই বেশি জানে। সব নথিই ইডির আছে বলে আমার ধারণা। ২০১৩ সালে জেরার পর চার্জশিট দিয়েছিল ইডি। তাতে একাধিক সংস্থা ও ব্যক্তির নাম থাকলেও আমি ছিলাম না। আমি তদন্ত কখনও এড়িয়ে যাইনি। সসম্মানে যাব। যা যা নথি চেয়েছেন, এমনকি পাসপোর্ট সাইজের ছবিও নিয়ে যাব।'

অতিসম্প্রতি জেলে বসেই একটি চিঠি লিখেছিলেন সুদীপ্ত সেন (Sudipta Sen)। ওই চিঠিতে একাধিক রাজনৈতিক নেতার নাম রয়েছে। সেই প্রসঙ্গ তুলে কুণাল (Kunal Ghosh) বলেছেন,'সুদীপ্ত সেনের চিঠি নিয়ে যাব। আমার সম্পর্কে এত তদন্ত করল, তাহলে চিঠিতে যাদের নাম লেখা আছে, তাঁরাই বা বাদ পড়বে কেন! শুধু আমি বছরের পর বছর যাতায়াত করব, তা হয় না।' 

আরও পড়ুন- কাকে 'হ্যাঁ', কাকে 'না', ভোটে টিকিট দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত TMC-র

Read More