Home> কলকাতা
Advertisement

আগামীকাল দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে

গার্ডেনরিচ প্ল্যান্টের মেরামতির জন্য আগামীকাল দক্ষিণ কলকাতার বিস্তির্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। জানিয়েছে কলকাতা পুরসভা। গার্ডেনরিচে ভালভ স্থাপন ও মেরামতির কাজ হবে। সেই কারণে পয়লা এপ্রিল সকাল দশটা থেকে বেহালা, গার্ডেনরিচ, যাদবপুর এবং টালিগঞ্জে কর্পোরেশনের জল সরবরাহ হবে না। জল বন্ধ থাকবে বরো ১০, ১৩, ১৪ এবং বরো ১৫-য়।

আগামীকাল দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে

ওয়েব ডেস্ক: গার্ডেনরিচ প্ল্যান্টের মেরামতির জন্য আগামীকাল দক্ষিণ কলকাতার বিস্তির্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। জানিয়েছে কলকাতা পুরসভা। গার্ডেনরিচে ভালভ স্থাপন ও মেরামতির কাজ হবে। সেই কারণে পয়লা এপ্রিল সকাল দশটা থেকে বেহালা, গার্ডেনরিচ, যাদবপুর এবং টালিগঞ্জে কর্পোরেশনের জল সরবরাহ হবে না। জল বন্ধ থাকবে বরো ১০, ১৩, ১৪ এবং বরো ১৫-য়।

বিপর্যয়ের বছর পার, অথচ এখনও ঝুলে বিচারপর্ব

বরো আট, নয়, এগারো, বারো ও ষোলয় আংশিক ভাবে জল সরবরাহ বন্ধ থাকবে। কালীঘাট, রানিকুঠি, গরফা, চেতলা, গল্ফগ্রিন সহ বারোটি বুস্টার পাম্পিং স্টেশন থেকে আগামীকাল জল সরবরাহ করা হবে না। দোসরা এপ্রিল সকাল থেকে ফের নিয়মিত জল সরবরাহ হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।

Read More