Home> কলকাতা
Advertisement

Partha Chatterjee: নির্বাচনের কাজে ব্যস্ত, CBI-এর দফতরে যাচ্ছেন না পার্থ

CBI-কে চিঠি দিয়ে এমনইটাই জানিয়েছেন তৃণমূলের মহাসচিব।

Partha Chatterjee: নির্বাচনের কাজে ব্যস্ত, CBI-এর দফতরে যাচ্ছেন না পার্থ

নিজস্ব প্রতিবেদন: সামনেই আসন্ন উপনির্বাচন। তাই ভোটের প্রচারে ব্যস্ত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সে কারণেই সোমবার সিবিআই-এর দফতরে হাজিরা দিতে যেতে পারবেন না তিনি। CBI-কে চিঠি দিয়ে এমনইটাই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, অর্থলগ্নিকারী সংস্থা আইকোর সংক্রান্ত মামলার তদন্তে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেল সিবিআই।

তৃতীয়বার তাঁকে হাজিরার নোটিস দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১৩ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়। এর আগে মার্চের ১২ তারিখে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে তলব করেছিল CBI।

আরও পড়ুন, Kolkata: রাতের শহরে শুটআউট, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে

রাজ্যে চিটফান্ডকাণ্ডের তদন্ত করছে সিবিআই। সারদার পাশাপাশি তদন্তের আওতায় রয়েছে আইকোর, প্রয়াগ সহ নানা চিটফান্ড সংস্থার দুর্নীতি। আইকোর মামলার তদন্তে নেমে সংস্থার দুই কর্ণধার অনুকূল মাইতি ও তাঁর স্ত্রীকে আগেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

সূত্রের খবর, অনুকূলের কাছে পাওয়া তথ্য থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অর্থলগ্নিকারী সংস্থা আইকোর-এর একটি অনুষ্ঠানে তাঁকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই নোটিস পাঠানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More