Home> কলকাতা
Advertisement

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মূল শক্তি তৃণমূলই, মেয়ো রোডের সভা থেকে হুঙ্কার মমতার

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে প্রধান শক্তি তৃণমূলই। মেয়ো রোডের সভামঞ্চ থেকে দাবি  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রকে বার্তা দিলেন, সম্মুখ সমরের জন্য তিনি রেডি।

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মূল শক্তি তৃণমূলই, মেয়ো রোডের সভা থেকে হুঙ্কার মমতার

কলকাতা: সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে প্রধান শক্তি তৃণমূলই। মেয়ো রোডের সভামঞ্চ থেকে দাবি  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রকে বার্তা দিলেন, সম্মুখ সমরের জন্য তিনি রেডি।

একটা সময় বিজেপির সঙ্গে তাঁদেরও গাঁটছড়া ছিল। এনডিএ সরকারে মন্ত্রীপদেও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সব আজ অতীত। সব সমীকরণ উল্টে তৃণমূল কংগ্রেসের কাছে এখন মূল প্রতিপক্ষ বিজেপি।      

কেন্দ্রের ক্ষমতা কাজে লাগিয়ে এরাজ্যেও ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি। খাগড়াগড়ের নাম না তুলে তোপ মুখ্যমন্ত্রীর।   

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে তাঁর দলই যে মূল শক্তি, সে বার্তা যেমন দিয়েছেন নেত্রী, --তেমনই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বারবার। দিয়েছেন হুঁশিয়ারি।

 

Read More