Home> কলকাতা
Advertisement

চলছে সিটুর ডাকা ট্যাক্সি ধর্মঘট, ভোগান্তি চরমে

রাজ্য সরকার দাবি না মানায় আজ শহরে ফের চলছে ট্যাক্সি ধর্মঘট। ধর্মঘটের ডাক দিয়েছে সিটু সহ বামপন্থী শ্রমিক সংগঠলগুলি। এর ফলে শহরের বেশিরভাগ জায়গায় ট্যাক্সির সংখ্যা খুব কম। সকালের দিকে হাওড়া-শিয়ালদহ স্টেশনের বাইরে কোথাও ট্যাক্সির দেখা নেই।

চলছে সিটুর ডাকা ট্যাক্সি ধর্মঘট, ভোগান্তি চরমে

ওয়েব ডেস্ক: রাজ্য সরকার দাবি না মানায় আজ শহরে ফের চলছে ট্যাক্সি ধর্মঘট। ধর্মঘটের ডাক দিয়েছে সিটু সহ বামপন্থী শ্রমিক সংগঠলগুলি। এর ফলে শহরের বেশিরভাগ জায়গায় ট্যাক্সির সংখ্যা খুব কম। সকালের দিকে হাওড়া-শিয়ালদহ স্টেশনের বাইরে কোথাও ট্যাক্সির দেখা নেই।

এর ফলে ফের হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। শুধু বুধবারই নয়। তাঁদের হুমকি, জোর করে ধর্মঘট মোকাবিলা করার চেষ্টা করা হলে বৃহস্পতিবারও রাস্তায় নামবে না কোন ট্যাক্সি।

সিটুর দাবি ধর্মঘটে যাওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। সিটুর অভিযোগ, সরকার সমস্যার সমাধানের বদলে পুলিসকে দিয়ে জুলুম আরও কয়েকগুন বাড়িয়েছে। নো রিফিউজালের নামে পাঁচ থেকে ছ হাজার টাকা পর্যন্ত পুলিস ফাইন করছে বলে অভিযোগ করেছেন তাঁরা। বাসের ভাড়া বাড়লে ট্যাক্সি ভাড়া বাড়বে না কেন, ট্যাক্সি ধর্মঘটের এটাও অন্যতম ইস্যু।

Read More