Home> কলকাতা
Advertisement

নয়ানজুলি ভরাট বিতর্কে পূর্ত মন্ত্রীর সমর্থন পেলেন সুজিত বসু

ভিআইপি রোডের ধারে নয়ানজুলি ভরাট বিতর্কে সুজিত বসুর পাশে দাঁড়ালেন পূর্ত মন্ত্রী শঙ্কর চক্রবর্তী। সুজিত বসুর আনা দৃষ্টি আকর্ষণীর নোটিসের উত্তরে বিধানসভায় তিনি জানান, পূর্ত দফতরই ওই রাস্তা তৈরি করছে। প্রকল্পে বরাদ্দ হয়েছে ৪৬২ লক্ষ টাকা। তৃণমূলেরই আরেক বিধায়ক সব্যসাচী দত্ত সম্প্রতি বিধানসভায় অভিযোগ তোলেন, জমির দাম বাড়াতে বোজানো হচ্ছে নয়ানজুলি। নাম না করে তিনি কাঠগড়ায় তোলেন সুজিত বসুকে।

নয়ানজুলি ভরাট বিতর্কে পূর্ত মন্ত্রীর সমর্থন পেলেন সুজিত বসু

ওয়েব ডেস্ক: ভিআইপি রোডের ধারে নয়ানজুলি ভরাট বিতর্কে সুজিত বসুর পাশে দাঁড়ালেন পূর্ত মন্ত্রী শঙ্কর চক্রবর্তী। সুজিত বসুর আনা দৃষ্টি আকর্ষণীর নোটিসের উত্তরে বিধানসভায় তিনি জানান, পূর্ত দফতরই ওই রাস্তা তৈরি করছে। প্রকল্পে বরাদ্দ হয়েছে ৪৬২ লক্ষ টাকা। তৃণমূলেরই আরেক বিধায়ক সব্যসাচী দত্ত সম্প্রতি বিধানসভায় অভিযোগ তোলেন, জমির দাম বাড়াতে বোজানো হচ্ছে নয়ানজুলি। নাম না করে তিনি কাঠগড়ায় তোলেন সুজিত বসুকে।

যদিও অভিযোগ উড়িয়ে স্থানীয় বিধায়ক সুজিত বসু বলেন, যা করার সরকার করছে। এবার স্থানীয় বিধায়কের পাশে দাঁড়ালেন পূর্তমন্ত্রী। জলাভূমি ভরাট নিয়ে কোনও বিবৃতি দেননি মন্ত্রী।

Read More