Home> কলকাতা
Advertisement

Saradha Case: সাজার সর্বোচ্চ মেয়াদ জেল খেটে ফেলেছেন, ED মামলায় মুক্তি চেয়ে আদালতে Sudipta Sen

৪ অক্টোবর মামলার শুনানি।

Saradha Case: সাজার সর্বোচ্চ মেয়াদ জেল খেটে ফেলেছেন, ED মামলায় মুক্তি চেয়ে আদালতে Sudipta Sen

নিজস্ব প্রতিবেদন: শাস্তির সর্বোচ্চ মেয়াদ অতিক্রান্ত। ইডির দায়ের করা সারদা মামলা থেকে মুক্তি চাইলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। মুক্তি চেয়ে ইডির বিশেষ আদালতে আবেদন করলেন তিনি।

সুদীপ্ত সেনের দাবি, ২০১৩-র অক্টোবর মাসে সারদা চিটফান্ড কাণ্ডে তাঁকে গ্রেফতার করে CBI। এরপর এই কাণ্ডে তার বিরুদ্ধে মামলা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। PMLA অ্যাক্টের ৪ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। সেই ধারায় সর্বোচ্চ সাজার মেয়াদ সাত বছর। ইতিমধ্যে ৭ বছর ১১ মাস জেল খেটেছেন ফেলেছেন তিনি। তাই এবার তাকে ইডির মামলা থেকে মুক্তি দেওয়া হোক। ইডির বিশেষ আদালতে এই আবেদন করেন সুদীপ্ত সেন।

আরও পড়ুন: Kolkata: 'জলমগ্ন এলাকা পরিদর্শনে ব্যস্ত', CBI দফতরে হাজিরা এড়ালেন Manas Bhunia

আরও পড়ুন: Tripura: কবে হাজিরা দিতে পারবেন? খোয়াই থানার IO-কে ফোনে জানালেন Kunal Ghosh

সারদা কর্তা আরও জানান, গ্রেফতার হওয়ার পরপরই জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু বন্ডের ৩০ হাজার টাকা তার কাছে না থাকায়, তখন দিতে পারেননি। এবার আদালতে তার দাবি, সেই অর্থ মুকুব করে তাকে মুক্তি দেওয়া হোক। সুদীপ্ত সেনের আবেদনটি গ্রহণ করেছে আদালত। ৪ অক্টোবর মামলার শুনানি।

Read More