Home> কলকাতা
Advertisement

Naushad Siddiqui Assaulted: 'নওশাদ সিদ্দিকী চাইলে নিশ্চয়ই নিরাপত্তা পাবেন'

সম্প্রতি ধর্মতলায় সরকারি কর্মচারীদের ্অনশনে সামিল হয়েছিলেন ভাঙড়ের বিধায়কও।  সেদিন মঞ্চে ওঠে বক্তব্য রাখতে শুরু করেন, তখনই হামলার মুখে পড়েন তিনি। নওশাদ সিদ্দিকীকে সজোরে ধাক্কা মারেন এক যুবক।

Naushad Siddiqui Assaulted: 'নওশাদ সিদ্দিকী চাইলে নিশ্চয়ই নিরাপত্তা পাবেন'

তথাগত চক্রবর্তী: ধর্মতলায় DA আন্দোলনকারীদের ধরনা মঞ্চে আক্রান্ত বিধায়ক নওশাদ সিদ্দিকী। 'চাইলে নিশ্চয়ই নিরাপত্তা দেওয়া হবে', বললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

ঘটনাটি ঠিক কী? বকেয়া ডিএ-র দাবিতে ধর্মতলায় এখনও অনশন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। শনিবার দিনভর DA আন্দোলনকারীদের অনশনে সামিল হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। ঘড়িতে তখন ২টো। দুপুরে যখন মঞ্চে ওঠে বক্তব্য রাখতে শুরু করেন, তখনই হামলার মুখে পড়েন নওশাদ।

কীভাবে? মঞ্চের সামনে গিয়ে এক যুবক নওশাদকে প্রশ্ন করেন, 'সংখ্যালঘুদের জন্য আপনি সংখ্য়ালঘুদের জন্য় কী করেছেন'? জবাবে মাইক্রোফোন হাতে নিয়েই বিধায়ক বলেন, 'আমি সংখ্যালঘুদের জন্য আলাদা করে কিছু করতে চাইছি না'। এরপরই তাঁকে সজোরে ধাক্কা মারেন ওই যুবক। প্রায় সঙ্গে সঙ্গেই অভিযু্ক্ত ধরে ফেলেন DA আন্দোলনকারী। প্রগতি ময়দান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন:  SSC Scam: পুরসভায় ৫০০০; রাজ্যের প্রায় সব দফতরে নিয়োগেই দুর্নীতি, অয়নের ডেরায় মিলল সূত্র

এদিন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে 'দিদি দূত' কর্মসূচিতে অংশ নেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'নওশাদ সিদ্দিকীর উপর হামলার ঘটনার সম্পর্কে কিছু জানি না। তবে স্বরাষ্ট্র দফতরে আবেদন করলে, নিরাপত্তা দেওয়া হয়'। অধ্যক্ষের আরও বক্তব্য়, বিজেপি বিধায়করা রাজ্য সরকারের নিরাপত্তা নিতে চাননি। তাঁদের এত নিরাপত্তারক্ষী রয়েছে যে, এমএলএ হস্টেলে অন্য বিধায়করা সমস্যায় পড়েন'। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More