Home> কলকাতা
Advertisement

রাজা নবকৃষ্ণের পুজো, ১৭৫৭ থেকে শুরু, এখন ঐতিহ্যের নাম শোভাবাজার রাজবাড়ি

উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজোর আরেক নাম শোভাবাজার রাজবাড়ি। ১৭৫৭ সালে রাজা নবকৃষ্ণ দেবের হাত ধরে দুর্গাপুজো শুরু হয় রাজবাড়িতে। তাঁর মৃত্যুর পর বড় ও ছোট তরফে ভাগ হয়ে যায় পুজো। তবে আচার-অনুষ্ঠান সবই হয় সাবেকি রীতি মেনে। কৃষ্ণপক্ষের নবমী তিথিতে পুজোর বোধনের পর থেকে ষষ্ঠী পর্যন্ত রোজ চণ্ডীপাঠ হয়। ষষ্ঠীর সন্ধ্যায় বিল্ব বরণ, আমন্ত্রণ, অধিবাস হয়। প্রতিমার সামনে ঘট স্থাপন ও প্রাণপ্রতিষ্ঠা হয়। দেবী দুর্গাকে সোনার নথ ও সিঁদুরে সাজানো হয় ষষ্ঠীর দিনই। পুজোর বাকি দিনগুলিতে ভোগ খেলেও রীতি মেনে আজও ষষ্ঠী ও অষ্টমীর দিন বাড়ির মহিলারা লুচি-তরকারি খান। 

রাজা নবকৃষ্ণের পুজো, ১৭৫৭ থেকে শুরু, এখন ঐতিহ্যের নাম শোভাবাজার রাজবাড়ি

কলকাতা: উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজোর আরেক নাম শোভাবাজার রাজবাড়ি। ১৭৫৭ সালে রাজা নবকৃষ্ণ দেবের হাত ধরে দুর্গাপুজো শুরু হয় রাজবাড়িতে। তাঁর মৃত্যুর পর বড় ও ছোট তরফে ভাগ হয়ে যায় পুজো। তবে আচার-অনুষ্ঠান সবই হয় সাবেকি রীতি মেনে। কৃষ্ণপক্ষের নবমী তিথিতে পুজোর বোধনের পর থেকে ষষ্ঠী পর্যন্ত রোজ চণ্ডীপাঠ হয়। ষষ্ঠীর সন্ধ্যায় বিল্ব বরণ, আমন্ত্রণ, অধিবাস হয়। প্রতিমার সামনে ঘট স্থাপন ও প্রাণপ্রতিষ্ঠা হয়। দেবী দুর্গাকে সোনার নথ ও সিঁদুরে সাজানো হয় ষষ্ঠীর দিনই। পুজোর বাকি দিনগুলিতে ভোগ খেলেও রীতি মেনে আজও ষষ্ঠী ও অষ্টমীর দিন বাড়ির মহিলারা লুচি-তরকারি খান। 

Read More