Home> কলকাতা
Advertisement

শশী পাঁজার বাড়িতে এখন যাঁরা যাচ্ছেন তাঁরা সকলেই আপ্যায়ন পাচ্ছেন

শশী পাঁজার বাড়িতে এখন যাঁরা যাচ্ছেন তাঁরা সকলেই আপ্যায়ন পাচ্ছেন। খাচ্ছেন সবুজ মিষ্টি আর পান করছেন সবুজ সরবত। জয়ের রঙ লেগেছে বাড়ির অভ্যর্থনাতেও। সেলিব্রেশন চলছে। জয়ের পরে কেউ এলেই সবুজ রসগোল্লা আর সবুজ শরবত বাঁধা শশী পাঁজার বাড়িতে। ফলের পর প্রথম রবিবার। দেখা করতে আসছেন প্রচুর মানুষ। প্লেটের পর প্লেট আর গ্লাসের পর গ্লাস নিমেষে শেষ।

শশী পাঁজার বাড়িতে এখন যাঁরা যাচ্ছেন তাঁরা সকলেই আপ্যায়ন পাচ্ছেন

ওয়েব ডেস্ক: শশী পাঁজার বাড়িতে এখন যাঁরা যাচ্ছেন তাঁরা সকলেই আপ্যায়ন পাচ্ছেন। খাচ্ছেন সবুজ মিষ্টি আর পান করছেন সবুজ সরবত। জয়ের রঙ লেগেছে বাড়ির অভ্যর্থনাতেও। সেলিব্রেশন চলছে। জয়ের পরে কেউ এলেই সবুজ রসগোল্লা আর সবুজ শরবত বাঁধা শশী পাঁজার বাড়িতে। ফলের পর প্রথম রবিবার। দেখা করতে আসছেন প্রচুর মানুষ। প্লেটের পর প্লেট আর গ্লাসের পর গ্লাস নিমেষে শেষ।

আমের সিজন। আর এই সবুজ আমের মিশেলে। মানে সোজা কথায় আম জোট বেঁধেছে মিষ্টান্ন এবং পানীয়তে। এই জোট অবশ্য উপভোগ্য বেশ।

Read More