Home> কলকাতা
Advertisement

পার্কস্ট্রিট কাণ্ডে ফেসবুক ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য পুলিসের জেরায়

পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে কাদের খানকে জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য। ফেসবুকের মাধ্যমে সে নাকি বারবার যোগাযোগ করত এই ঘটনার অভিযুক্ত জেলে থাকা রুমান আর নাসিরের সঙ্গে। তবে নিজের কোনও অ্যাকাউন্ট ব্যবহার করত না কাদের। বিশেষ করে পুলিসের চোখ এড়াতেই এই কাজ সে করছিল বলে জেরায় জানানো তার কাছ থেকে মিলেছে। 

পার্কস্ট্রিট কাণ্ডে ফেসবুক ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য পুলিসের জেরায়

ওয়েব ডেস্ক : পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে কাদের খানকে জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য। ফেসবুকের মাধ্যমে সে নাকি বারবার যোগাযোগ করত এই ঘটনার অভিযুক্ত জেলে থাকা রুমান আর নাসিরের সঙ্গে। তবে নিজের কোনও অ্যাকাউন্ট ব্যবহার করত না কাদের। বিশেষ করে পুলিসের চোখ এড়াতেই এই কাজ সে করছিল বলে জেরায় জানানো তার কাছ থেকে মিলেছে। 

আরও পড়ুন- "ধর্ষণ করিইনি", পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর দাবি কাদেরের

গত কয়েকদিন ভাগ্নে ফয়জলের অ্যাকাউন্ট ব্যবহার করেছিল কাদের। তবে দোষী সাব্যস্ত আরেক বন্ধু সুমিত বাজাজকে এড়িয়েই চলত কাদের। কিন্তু কেন সুমিতের সঙ্গে সে যোগাযোগ করত না? জেরায় কাদেরের দাবি, সুমিতের জন্য এসব ঘটেছে। তাই ওর সঙ্গে যোগাযোগ রাখতে চাই না।

Read More