Home> কলকাতা
Advertisement

শারদীয়ায় লেখা পাঠানোর নিয়ম

শারদীয়ায় লেখা পাঠানোর নিয়ম


ওয়েব ডেস্ক: চলে এল বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব দূর্গাপুজো। বাঙালির এখন উত্‍সবে গা ভাসানোর পালা। আর পুজো মানেই তো কাশফুল, শরতের আকাশ আর শারদীয়া। প্রতিবারের মত এবারও আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করতে চলেছে শারদীয়া E ম্যাগাজিন। এবার আমাদের শারদীয়া E ম্যাগাজিন-এ পাঠকদের লেখাই অগ্রাধিকার পাবে। সারা বছর আপনারাই আমাদের ওয়েবসাইটের ভাল-মন্দের সঙ্গে জড়িয়ে থাকেন। পাঠক বা ইউজারদের প্রশাংসা-সমালোচনা নিয়ে এগিয়ে চলে আমাদের ওয়েবসাইট। আর তাই আমরা ঠিক করেছি আমাদের এবার শারদীয়ার ভাল-মন্দের রথের সারথি হবেন আপনাদের মত পাঠকরাই। আমরা শুধু মঞ্চ প্রস্তুত করে দিলাম, এবার ভাল-মন্দ প্রস্তুতের সব দায়িত্ব আপনার।

লেখা পাঠান এই ঠিকানায়
web@24ghanta.com-এ।

কী রকম লেখা পাঠাবেন-
১) সর্বাধিক দেড় হাজার শব্দের গল্প
২) অণুগল্প (২৫০ শব্দের কম)
৩) ছোট গল্প (৫০০ শব্দের মধ্যে)
৩) কবিতা
৪) আঁকা ছবি
৫)প্রবন্ধ, ভ্রমণ কাহিনি
৬) ক্যাপশন সহ আপনার তোলা ছবি  (নাম, ঠিকানা অবশ্যই পাঠাবেন)

লেখার নিয়মাবলি-
বাঙলা UNICODE ফর্ম্যাটে লেখা পাঠান। গুগল ফ্রন্টেও পাঠাতে পারেন। ওয়ার্ডে পাঠান, PDF ফর্ম্যাটে কোনও রকম লেখা পাঠাবেন না।

১) যে লেখাটি পাঠাবেন সেটা কোথাও কখনও প্রকাশিত হয়নি।

২) লেখাটিতে যেন কোনও দলীয় সংগঠন, পার্টি বা ধর্ম সম্প্রদায়কে আঘাত না করে।

৩) কোনও ব্যক্তি বা সংগঠনকে আঘাত করতে পারে এমন কোনও মন্তব্য বা চরিত্র যেন না তৈরি হয়।

৪) লেখাটি যেন অহেতুক বড় না হয়।

৫) কোনও গল্প, সিনেমা, উপন্যাস থেকে আপনার লেখাটি প্রভাবিত হলে সেটি যেন স্পষ্টভাবে উল্লেখ থাকে।

৬) বানান বা ব্যাকরণগত দিক থেকে লেখাটিতে বড় কোনও ভুল না থাকে।

৭) লেখা পাঠানোর পর ফোন বা মেল করার প্রয়োজন নেই। আমাদের সম্পাদকের পছন্দ হলে তা ম্যাগাজিনে স্থান পাবে। ওয়েবসাইটে নজর রাখলেই আপনার লেখা দেখতে পাবেন। আলাদা করে কাউকে লেখা প্রকাশের কথা জানানো সম্ভব নয়।

৮) লেখা পাঠানোর শেষ তারিখ ৬ অক্টোবর, বেলা ১২টা।

প্রতিটি লেখা, কবিতা, ছবিতে নিজের নাম, ঠিকানা, ই মেল আইডি, ফোন নম্বর পাঠাতে ভুলবেন না।

Read More