Home> কলকাতা
Advertisement

সারদাকাণ্ডে এবার আইআরসিটিসি কর্তাদের তলব

সারদা কাণ্ডে আইআরসিটিসি কর্তাদের তলব করল ইডি।  কোনও চুক্তি ছাড়াই প্যাকেজ ট্যুরে সারদা গোষ্ঠী কীভাবে  আইআরসিটিসির লোগো ব্যবহার করেছিল তা জানতেই আজ আইআরসিটিসি কর্তাদের তলব করেছে ইডি। ট্যুর বাবদ সমস্ত টাকাও জমা পড়েছিল সারদা গোষ্ঠীতেই। সেই সময় রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেলবাজেটেও ছিল আইআরসিটিসির ভারততীর্থ নামে প্যাকেজট্যুরের ঘোষণা।  

সারদাকাণ্ডে এবার আইআরসিটিসি কর্তাদের তলব

ওয়েব ডেস্ক: সারদা কাণ্ডে আইআরসিটিসি কর্তাদের তলব করল ইডি।  কোনও চুক্তি ছাড়াই প্যাকেজ ট্যুরে সারদা গোষ্ঠী কীভাবে  আইআরসিটিসির লোগো ব্যবহার করেছিল তা জানতেই আজ আইআরসিটিসি কর্তাদের তলব করেছে ইডি। ট্যুর বাবদ সমস্ত টাকাও জমা পড়েছিল সারদা গোষ্ঠীতেই। সেই সময় রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেলবাজেটেও ছিল আইআরসিটিসির ভারততীর্থ নামে প্যাকেজট্যুরের ঘোষণা।  

কোনও চুক্তি ছাড়াই আইআরসিটিসির লোগো কীভাবে সারদা গোষ্ঠী ব্যবহার করল  তা জানতেই আজ আইআরসিটিসি কর্তাদের তলব করেছে ইডি। অন্যদিকে তলব করা হয়েছে মাতঙ্গ সিংয়ের স্ত্রী মনোরঞ্জনা সিংকেও। সারদা কর্তা সুদীপ্ত সেনের দাবি, উত্তর পূর্বাঞ্চলে একটি টেলিভিশন চ্যানেল কিনতে মনোরঞ্জনা সিংকে আঠাশ কোটি টাকা দিয়েছিলেন তিনি।

Read More