Home> কলকাতা
Advertisement

Presidency University: অবশেষে প্রেসিডেন্সিতে বসানো হল স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন

বিশ্ববিদ্যালয়ে ৬টি ব্লিল্ডিংয়ে স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাবে। খুশি পড়ুয়ারা।

Presidency University:  অবশেষে প্রেসিডেন্সিতে বসানো হল  স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন


মৌমিতা চক্রবর্তী: দীর্ঘ লড়াইয়ের পর জয় হল পড়ুয়াদেরই। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বসানো হল স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন। আর বাইরে যাওয়ার দরকার পড়বে না। বিশ্ববিদ্যালয় চত্বরেই স্যানিটারি ন্যাপকিন সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা। তাও মাত্র ৫ টাকায়!

প্রেসিডেন্সিতে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন নেই কেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর লাগাতার চাপ সৃষ্টি করে গিয়েছে ছাত্র সংসদ। ২০১৯ সালে ছাত্র সংসদ নির্বাচন হয়। সেবার SFI-র নির্বাচনী নির্বাচনী ইস্তেহারে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিল্ডিংয়ে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানোর বিষয়টি উল্লেখ করা হয়েছিল। শুধু তাই নয়, ভোটের পর SFI পরিচালিত ছাত্র সংসদের তরফে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

আরও পড়ুন: Justice Abhijit Ganguly: 'অরুণাভদার সঙ্গে মনোমালিন্য মিটে গিয়েছে', কল্যাণকে জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

সোমবার স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের বসানো হয়েছে প্রেসিডেন্স বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ে ৬টি ব্লিল্ডিংয়ে স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাবে। খুশি পড়ুয়ারা।

আরও পড়ুন: Exclusive Nirmal Maji: "বিতর্কে যাব না, মমতাই আমার কাছে মা সারদা, নিবেদিতা, মাদার টেরিজা", মন্তব্যে অনড় নির্মল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

Read More