Home> কলকাতা
Advertisement

সল্টলেকের পরিচিতের হাতেই খুন হয়েছেন বৃদ্ধা মালতী দাস, অনুমান পুলিসের

সল্টলেকের পরিচিতের হাতেই খুন হন বৃদ্ধা মালতী দাস। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে পুলিস। সন্দেহের তালিকায় রয়েছে এক রাজমিস্ত্রি। ঘটনায় জানা গিয়েছে, কিরণ বলে এক রাজমিস্ত্রির যাতায়াত ছিল বৃদ্ধার বাড়িতে। বৃদ্ধার মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছে, সেখানে পোড়া বিড়ির টুকরো পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত করে পুলিস জানতে পেরেছে, ওই রাজমিস্ত্রিও বিড়ি খান। ঘটনার পর থেকে সেই রাজমিস্ত্রির কোনও খোঁজ মেলেনি। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস। লুঠের উদ্দেশ্যেই খুন বলে অনুমান তদন্তকারীদের। বৃদ্ধার প্রতিবেশীদেরও জেরা করছে পুলিস।

সল্টলেকের পরিচিতের হাতেই খুন হয়েছেন বৃদ্ধা মালতী দাস, অনুমান পুলিসের

ওয়েব ডেস্ক: সল্টলেকের পরিচিতের হাতেই খুন হন বৃদ্ধা মালতী দাস। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে পুলিস। সন্দেহের তালিকায় রয়েছে এক রাজমিস্ত্রি। ঘটনায় জানা গিয়েছে, কিরণ বলে এক রাজমিস্ত্রির যাতায়াত ছিল বৃদ্ধার বাড়িতে। বৃদ্ধার মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছে, সেখানে পোড়া বিড়ির টুকরো পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত করে পুলিস জানতে পেরেছে, ওই রাজমিস্ত্রিও বিড়ি খান। ঘটনার পর থেকে সেই রাজমিস্ত্রির কোনও খোঁজ মেলেনি। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস। লুঠের উদ্দেশ্যেই খুন বলে অনুমান তদন্তকারীদের। বৃদ্ধার প্রতিবেশীদেরও জেরা করছে পুলিস।

আরও পড়ুন ওয়েবসাইটে টেটের ফল প্রকাশ

আরও পড়ুন সরকারি কর্মচারীদের জন্য সুখবর

Read More