Home> কলকাতা
Advertisement

প্রমাণ করুন আমরা জড়িত, নইলে ক্ষমা চান, পার্থকে চ্যালেঞ্জ ছুঁড়ল RSS

এদিন জিষ্ণুবাবু বলেন, ইসলামপুরকাণ্ডে আরএসএস জড়িত বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী। কীভাবে আরএসএস জড়িত তার ব্যাখ্যা দিতে হবে শিক্ষামন্ত্রীকে। না দিতে পারলে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাঁকে। 

প্রমাণ করুন আমরা জড়িত, নইলে ক্ষমা চান, পার্থকে চ্যালেঞ্জ ছুঁড়ল RSS

নিজস্ব প্রতিবেদন: ইসলামপুর কাণ্ডে তৃণমূল সরকারের ওপর চাপ বাড়াল আরএসএস। শনিবার আরএসএস-এর তরফে এক সাংবাদিক বৈঠকে নিশানা করা হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এমনকী শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকিও দিয়েছে আরএসএস নেতা জিষ্ণু বসু।   

এদিন জিষ্ণুবাবু বলেন, ইসলামপুরকাণ্ডে আরএসএস জড়িত বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী। কীভাবে আরএসএস জড়িত তার ব্যাখ্যা দিতে হবে শিক্ষামন্ত্রীকে। না দিতে পারলে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাঁকে। না চাইলে ওর বিরুদ্ধে আদালতে যাবে আরএসএস। বাংলা

বনধ ডাকল বিজেপি, ইসলামপুরে ২ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বনধ

আরএসএস-এর তরফে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে অভিযোগ করা হয়, পশ্চিমবঙ্গে দলিত হিন্দুদের অধিকার তলানিতে ঠেকেছে। তাদের প্রাপ্য অধিকার অন্যদের দিয়ে দেওয়া হচ্ছে। দেশে আইনের শাসন এখনো রয়েছে তাই পথের পাশাপাশি আদালতেও লড়াই জারি রাখবে আরএসএস। 

Read More