Home> কলকাতা
Advertisement

সরকারি ব্যাঙ্কের পাশাপাশি কথা রাখতে পারল না বেসরকারি ব্যাঙ্কগুলিও

কথা রাখতে পারল না বেসরকারি ব্যাঙ্ক। খুলল না অধিকাংশ বেসরকারি ব্যাঙ্কের ATM। কাউন্টারেও নগদের যোগান পর্যাপ্ত নয়। ফলে দিনভর নাজেহাল হতে হল আম জনতাকে। আশ্বাস ছিল, শুক্রবারই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে । RBI-র দাবি, ব্যাঙ্কগুলির কাছে পর্যাপ্ত নোট পৌছে গেছে, চিন্তার কিছু নেই। ATM  খোলা থাকবে বলে গ্রহকদের SMSও পাঠানো হয়েছিল, বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কের তরফে।

সরকারি ব্যাঙ্কের পাশাপাশি কথা রাখতে পারল না বেসরকারি ব্যাঙ্কগুলিও

ওয়েব ডেস্ক : কথা রাখতে পারল না বেসরকারি ব্যাঙ্ক। খুলল না অধিকাংশ বেসরকারি ব্যাঙ্কের ATM। কাউন্টারেও নগদের যোগান পর্যাপ্ত নয়। ফলে দিনভর নাজেহাল হতে হল আম জনতাকে। আশ্বাস ছিল, শুক্রবারই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে । RBI-র দাবি, ব্যাঙ্কগুলির কাছে পর্যাপ্ত নোট পৌছে গেছে, চিন্তার কিছু নেই। ATM  খোলা থাকবে বলে গ্রহকদের SMSও পাঠানো হয়েছিল, বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কের তরফে।

আরও পড়ুন- ব্যাঙ্কের গেট এলাকার নিয়ন্ত্রণের অভিযোগ স্থানীয় যুবকদের বিরুদ্ধে

তবে বাস্তবের ছবিটা মোটেই তেমন ছিল না... সারাদিনই হয়রানি বেসরকারি ব্যাঙ্কগুলিতে। সেই সঙ্গে ঝাঁপ খুলল না ATM-গুলি

শহরের উত্তর থেকে দক্ষিণ বা বিধাননগর। প্রায় কোথাওই বেসরকারি ব্যাঙ্কের ATM খুলল না। গ্রাহকদের ভরসা শেষ পর্যন্ত সেই ব্যাঙ্কের কাউন্টার। ঘরে টাকা নেই অগত্যা সেখানেই লাইন দিলেন জনতা...দুই-তিন চার ঘণ্টা লাইন দিতে হল কাউকে-কাউকে। ATM  স্বাভাবিক হওয়ার নাম নেই। আবার ব্যাঙ্কেও টাকার যোগান পর্যাপ্ত নয়... ফলে সেখানেও সমস্যা। নোটের জোগান নেই... আর কাউন্টারে গ্রাহকদের লম্বা লাইন।নিরুপায় ব্যাঙ্ক কর্মীরাও... সেখানেই এক অন্য ছবি...। এর পাশাপাশি রয়েছে ATM-এ কার্ড ব্যবহারের সমস্যা। অনেক ATM-ই অন্য ব্যাঙ্কের কার্ড নিচ্ছে না। ফলে টাকা পেতে নাজেহাল সাধারণ মানুষ।

Read More