Home> কলকাতা
Advertisement

ব্যবসায়ীদের ধর্মঘটের জের, কলকাতার বাজারে আলুর দামে আগুনের ছেঁকা

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা আলু ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে কলকাতার বাজারগুলিতে। চড়া দামে বিক্রি হচ্ছে আলু। কোন কোন বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ২২ টাকায়। কোথাও আবার ২৪টাকা প্রতি কিলোতে বিক্রি হচ্ছে আলু।

ব্যবসায়ীদের ধর্মঘটের জের, কলকাতার বাজারে আলুর দামে আগুনের ছেঁকা

কলকাতা: প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা আলু ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে কলকাতার বাজারগুলিতে। চড়া দামে বিক্রি হচ্ছে আলু। কোন কোন বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ২২ টাকায়। কোথাও আবার ২৪টাকা প্রতি কিলোতে বিক্রি হচ্ছে আলু।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শহরের ২৮টি পুরসভা বাজারে কিলো প্রতি ১৪ টাকা দরে আলু বিক্রি করা হবে বলে জানানো হলেও বাস্তবে অন্য চিত্র ধরা পড়ল। অধিকাংশ বাজারেই অমিল চোদ্দ টাকার আলু। যে সব বাজারে যোগান আসছে সেখানে চোখে পড়ছে লম্বা লাইন। ক্রেতাদের অভিযোগ, চোদ্দ টাকার আলু বেশিরভাগই পচা। আলু বিক্রেতারা জানিয়েছেন যোগান কম থাকায় এখনই আলুর দাম কমার সম্ভবনা নেই। ক্রেতাদের বাধ্য হয়ে তাই চড়া দামেই কিনতে হচ্ছে আলু।

 

Read More