Home> কলকাতা
Advertisement

ছাত্র সংসদের দাবিতে 'Transgender' বিকল্প যোগ হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ফর্মে

সকালে আপত্তি জানবার পর বিকেলের দিকেই ফর্মে 'ট্রান্সজেন্ডার'বিকল্প যোগ হতে দেখা যায়।

ছাত্র সংসদের দাবিতে 'Transgender' বিকল্প যোগ হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ফর্মে


নিজস্ব প্রতিবেদন: খোদ শহর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানেই লিঙ্গবৈষম্য! 

আজ, মঙ্গলবার সকালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সেমেস্টারের জন্য ফর্ম ফিল-আপ শুরু হয়েছে। সেখানে দেখা যায়, 'জেন্ডার' অংশে মাত্র দুটি 'অপশন'-- 'মেল' ও 'ফিমেল'। এর পরই Presidency University Students Union বিষয়টি নিয়ে তাদের প্রতিবাদ জানায়। 

আরও পড়ুন: কমছে সংক্রমণ, শহরের ৫ সেফ হোমের মধ্যে ৩টি বন্ধ করছে কলকাতা পুরসভা

Presidency University Students Union-এর মতে, যে কোনও ফর্মে 'জেন্ডার' অংশে শুধু 'মেল' ও 'ফিমেল' 'অপশন' রাখাটাকে তারা লিঙ্গ বৈচিত্র বিরোধী পদক্ষেপ বলে মনে করে। তাই তারা সাম্য বিধানের লক্ষ্যে প্রতিবাদ জানিয়েছে। এই মর্মে তারা একটি লিখিত আপত্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে 'মেল' করে। 

সকালে এই আপত্তি জানবার পরই দ্রুত পটবদল ঘটে। বিকেলের দিকেই ওই ফর্মে 'ট্রান্সজেন্ডার'  'অপশন'টি যোগ হতে দেখা যায়। অর্থাত্‍, যেখানে শুধু 'মেল' ও 'ফিমেল' ছিল, সেখানে Transgender অপশনটিও যোগ করা হল। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: BJP-তে মোহভঙ্গ? নাম না করে Suvendu-কে নিশানা Sunil Mandal-র

Read More