Home> কলকাতা
Advertisement

পাইকারি ও খুচরো বাজারে আলু ছুঁলেই লাগছে ছ্যাঁকা, দাম নিয়ন্ত্রণে খাদ্যভবনে বৈঠক

বর্তমান বাজারে জ্যোতি আলুর প্রায় ২০ টাকা কেজি। চন্দ্রমুখী আলুর দাম ২৪ টাকা প্রতি কেজি। এই দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথমে মনে করা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের পর কমতে পারে আলুর দাম। 

পাইকারি ও খুচরো বাজারে আলু ছুঁলেই লাগছে ছ্যাঁকা, দাম নিয়ন্ত্রণে খাদ্যভবনে বৈঠক

নিজস্ব প্রতিবেদন:  বাজারে উর্ধ্বমুখী আলুর দাম। আলুর দাম নিয়ন্ত্রণে তত্পর রাজ্য সরকার। আলুর দাম বৃদ্ধি নিয়ে সোমবার খাদ্যভবনে বৈঠক হওয়ার কথা। বৈঠকে থাকবেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত।

পৌষ মাসে বৃষ্টি হয়েছে। অতঃপর কম হয়েছে আলুর ফলন। তারওপর আবার বন্ধ হিমঘর। আর এই জোড়া ফলায় মহার্ঘ হল আলু।

আরও পড়ুন: লাগামছাড়া পেট্রোল-ডিজেলের দাম, বড় পদক্ষেপ ডিলারদের

বর্তমান বাজারে জ্যোতি আলুর প্রায় ২০ টাকা কেজি। চন্দ্রমুখী আলুর দাম ২৪ টাকা প্রতি কেজি। এই দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথমে মনে করা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের পর কমতে পারে আলুর দাম। পয়লা মার্চ থেকেই আলুর দাম বাড়ার আভাস মিলেছিল। সেসময়ে বাজারে নিম্নমানের জ্যোতি আলু পাওয়া যাচ্ছিল। বাজার সমিতিগুলির অভিযোগ, হিমঘর না খোলার কারণেই বেড়েছে আলুর দাম।

আলুর দাম নিয়ন্ত্রণে এবার তত্পর প্রশাসন। সোমবার খাদ্যভবনে বৈঠকে বসবেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। বিষয়টি খতিয়ে দেখবেন তিনি।

Read More