Home> কলকাতা
Advertisement

বউয়ের কথা শুনে যত গণ্ডগোল! লকডাউনের প্রথমদিনেই কড়কড়ে ৫০০ খসালেন এই ব্যক্তি

ব্যাপারটা কী?

বউয়ের কথা শুনে যত গণ্ডগোল! লকডাউনের প্রথমদিনেই কড়কড়ে ৫০০ খসালেন এই ব্যক্তি

নিজস্ব প্রতিবেদন: কার্যত লকডাউনে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বাজার-দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু বউ বলেছে সাড়ে ১০টা পর্যন্ত খোলা বাজার। বউয়ের কথা তো আর ফেলে দেওয়া যায় না। কিন্তু সেই কথা শুনে বাজারে গিয়েই ফ্যাসাদে পড়লেন বিজয় দাস। লকডাউনের প্রথম দিনে পকেট থেকে খসল কড়কড়ে ৫০০ টাকা।

আরও পড়ুন: 'অদ্ভুত আঁধার' কাটিয়ে দেওয়া 'মৃতবন্দরে বাঁচার আজান' রেড ভলান্টিয়ারের

ঘড়িতে তখন সাড়ে ১০টা। গিরিশ পার্ক দিয়ে স্কুটারে চালিয়ে বাড়ি ফিরছিলেন বিজয় দাস। সঙ্গে ব্যাগ ভর্তি বাজার। নাকা চেকিং পয়েন্টে পুলিশ তাঁকে আটকায়। নির্দিষ্ট সময়ের পরেও রাস্তায় কেন? প্রশ্ন করা হলে ওই ব্যক্তি বলেন, “ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। আমি জানতাম সাড়ে দশটা পর্যন্ত বাজার খোলা। তাই মাছ কিনতে মানিকতলা বাজারে গিয়েছিলাম। যা পেলাম তাই নিলাম। ভাল হলে ভাল, খারাপ হলে খারাপ। কী আর করা যাবে।” নিয়ম না মানায় ওই ব্যক্তির থেকে ৫০০ টাকা জরিমানাও নেয় পুলিশ।

আরও পড়ুন: রাজ্যের নদীগুলোর হাল শোচনীয়, আলাদা দফতর চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি

রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং চালায় পুলিশ। জরুরি পরিষেবা ছাড়া অন্য গণপরিবহ রাস্তায় বেরোলেই কড়া ব্যবস্থা নেওয়া হয়।

Read More