Home> কলকাতা
Advertisement

Nazia Elahi Khan: আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার BJP-র মহিলা সদস্য

তিন তালাক মামলার সঙ্গে যুক্ত ছিলেন নাজিয়া ইলাহি খান। 

Nazia Elahi Khan: আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার BJP-র মহিলা সদস্য

নিজস্ব প্রতিবেদন: আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। মামলা মিটিয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ। নাজিয়া ইলাহি খান নামে এক মহিলাকে গ্রেফতার করল গিরিশ পার্ক থানার পুলিস। ধৃত বিজেপির সংখ্য়ালঘু সেলের সদস্য। পুলিস সূত্রে খবর, ধৃতের আইনজীবী হওয়ার কোনও প্রমাণ এখনও মেলেনি।

অভিযোগ, মামলা মিটিয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে টাকা নেন ধৃত নাজিয়া ইলাহি খান। বাগুইআটি থানায় তাঁর নামে একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযোগ দায়ের করেন সঞ্জীব আগরওয়াল নামে এক ব্যক্তি-ও। তাঁর দাবি, বিবাহ বিচ্ছেদের মামলার মিটিয়ে দেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু সমস্যার সমাধান হয়নি। এরপর ২০২০-তে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তদন্তে নেমে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনে চিঠি দেয় পুলিস। সেখান থেকেই পুলিস সম্প্রতি নিশ্চিত হয়, নাজিয়া ইলাহি খানের আইনজীবী পরিচয় সঠিক নয়।

আরও পড়ুন: CBI: ভোট পরবর্তী অশান্তি নিয়ে ৯টি মামলা রুজু করল সিবিআই

fallbacks

জানা গিয়েছে, পুলিসে অভিযোগ হওয়ায় দিল্লি-সহ বিভিন্ন জায়গায় পালিয়ে বেরাচ্ছিলেন নাজিয়া ইলাহি খান। তবে বৃহস্পতিবার সকালে ধরা পড়ে যান। গিরিশ পার্ক থানার পুলিস তাঁকে গ্রেফতার করেন। তিন তালাক মামলার সঙ্গে যুক্ত ছিলেন নাজিয়া ইলাহি খান। 

আরও পড়ুন: Rajasthan: ভুয়ো IPS পরিচয়ে প্রতারণার অভিযোগ, গোয়েন্দাদের হাতে ধৃত এক

Read More