Home> কলকাতা
Advertisement

Summer Vacation: এতদিন কেন গরমের ছুটি? হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

ছুটির মেয়াদ কমানোর আর্জি।

Summer Vacation: এতদিন কেন গরমের ছুটি? হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদন: ঝড়-বৃষ্টিতে তাপমাত্রার পারদ নেমেছে। গরমের ছুটি (Summer Vacation) নিয়ে এবার জনস্বার্থ (PIL) মামলা দায়ের করা হল হাইকোর্টে (Calcutta High Court)। আদালতে ছুটি মেয়াদ কমানোর আর্জি জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। কেন? তাদের বক্তব্য, করোনার সময়ে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। পঠনপাঠন ঠিকমতো হয়নি। এখন যদি গরমের জন্য ৪৫ দিন ছুটি দেওয়া হয়, তাহলে পড়ুয়াদের ক্ষতি হবে। আগামি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।

উত্তরবঙ্গে স্কুলগুলিতে এখনই গরমের ছুটি কেন? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়েছিলেন শিলিগুড়ি BJP বিধায়ক শঙ্কর ঘোষ। স্রেফ পঠনপাঠন নয়, এদিন সরকারি নির্দেশ 'উপেক্ষা' পরীক্ষা নেওয়া হল উত্তর ২৪ পরগনার নৈহাটির ৩ স্কুলে। বাদ গেল না হুগলির তারকেশ্বরের বালিগরী অধরমনি দত্ত বিদ্যামন্দিরও। 

আরও পড়ুন: Hanskhali Rape Case: হাঁসখালী কাণ্ডের তদন্ত কোন দিকে? আদালতে জানাল CBI

অভিভাবকরা কী বলছেন? তাঁদের দাবি, 'এতদিন স্কুল বন্ধ থাকায় পঠনপাঠনে ক্ষতি হয়েছে। বাচ্চার মানসিকভাবে ভেঙে পড়েছে। পরীক্ষা পর্যন্ত অন্তত স্কুল খোলা থাকুক। স্কুলের তরফে আমাদের মতামত চাওয়া হয়েছিল। আমরা স্কুল খোলার পক্ষেই মত দিয়েছি'। এবার মামলা গড়াল হাইকোর্টে।

আরও পড়ুন: Jnaneswari Express Amritabha Chowdhury: জ্ঞানেশ্বরী কাণ্ডে অমৃতাভ চৌধুরী মৃত না কি জীবিত? অবশেষে রহস্যের কিনারা করল CBI

এর আগে, ২ মে থেকে রাজ্যে সমস্ত সরকারি, এমনকী বেসরকারি স্কুলেও গরমে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। শিক্ষা দফতরকে নির্দেশ দেন, 'বাচ্চাদের গরমে সমস্যা হচ্ছে। কষ্ট পাচ্ছে। অনেক বাচ্চার নাক দিয়ে রক্ত বেরচ্ছে। ২ মে থেকে গরমের ছুটি দিয়ে দাও'।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More