Home> কলকাতা
Advertisement

এবার ল্যান্ডলাইন টার্গেট প্রতারকদের

এবার ল্যান্ডলাইন টার্গেট প্রতারকদের

 

ওয়েব ডেস্ক: প্রতারকেদের নিশানায় এবার প্রবীন নাগরিকরা। অবসরপ্রাপ্তরা। ল্যান্ড লাইনে ফোন করে প্রথমে তারা নিজেরাই আপনার ডেবিট কার্ডের প্রথম দুটি নম্বর আপনাকে জানাবে। তারপর আপনার পুরো নম্বর বলার জন্য অনুরোধ করবে। এমনকি ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিতে পারে। ডেবিট কার্ডের পুরো নম্বর বললেই বিপদ।

মুহূর্তের মধ্যে ওই তথ্যকে ব্যবহার করে ওই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাবে। জয়েন্ট সিপি ক্রাইম দেবাশিস বড়াল জানিয়েছেন,  প্রতারকরা এভাবেই রোজ রোজ নতুন নতুন ফাঁদ পাতছে। মোবাইলে মেসেজ বা কল না করে ল্যান্ডলাইনে ফোন করে বাড়ির প্রবীন মানুষদেরকেই ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। যাতে আপনি নম্বর বুঝতে না পারেন।

দর্শকদের অনুরোধ করা হচ্ছে যে, এই ধরণের ফোন আসলে কখনওই আপনি আপনার কার্ড বা অ্যাকাউন্টের গোপন তথ্য অপরিচিত কাউকে জানিয়ে দেবেন না। গত এক মাসে কলকাতা পুলিসের অধীনে মোবাইল ফোনে এসএমএস বা ফোন আসার থেকে বাড়ির ল্যান্ডলাইনে বৃদ্ধ-বৃদ্ধাদের টার্গেট করে ফোনের সংখ্যা ক্রমশ বেড়েছে।

Read More