Home> কলকাতা
Advertisement

#NoCash! বাইকে কয়েনের বিশাল প্যাকেট চাপিয়ে বাড়ি ফিরলেন ব্যবসায়ী

একেই বলে ঠ্যালার নাম বাবাজি। নোটের আকালে এখন দশ টাকার কয়েনই ভরসা। স্টেট ব্যাঙ্কের গোরাবাজার শাখায় অভিনব দৃশ্য। দশ টাকার কয়েনের বিশাল প্যাকেট নিয়ে কোনওরকমে বাড়ি ফিরলেন ব্যবসায়ী মহম্মদ ফইম।

#NoCash! বাইকে কয়েনের বিশাল প্যাকেট চাপিয়ে বাড়ি ফিরলেন ব্যবসায়ী

ওয়েব ডেস্ক : একেই বলে ঠ্যালার নাম বাবাজি। নোটের আকালে এখন দশ টাকার কয়েনই ভরসা। স্টেট ব্যাঙ্কের গোরাবাজার শাখায় অভিনব দৃশ্য। দশ টাকার কয়েনের বিশাল প্যাকেট নিয়ে কোনওরকমে বাড়ি ফিরলেন ব্যবসায়ী মহম্মদ ফইম।

বেশিরভাগ এটিএমের ঝাঁপ বন্ধ। টাকা তুলতে গিয়ে ফাঁপরে ফইম। অবশেষে স্টেট ব্যাঙ্কের গোরাবাজার শাখা টাকা দিতে রাজি হয়। কিন্তু নোট নয়, সবই দশ টাকার কয়েন। অগত্যা তাই-ই সই। বাইকে সেই বিশাল প্যাকেট চাপিয়ে বাড়ি ফিরলেন ফইম। মহম্মদ ফইমের কাছে নেই মামার চেয়ে কানা মামাই ভাল।

আরও পড়ুন, মাস পয়লার প্রথম দিনে নগদের আকালে নাকাল আম জনতা

Read More