Home> কলকাতা
Advertisement

গুরুতর অসুস্থ নবারুণ ভট্টাচার্য

গুরুতর অসুস্থ নবারুণ ভট্টাচার্য

গুরুতর অসুস্থ সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। অন্ত্রের ক্যান্সারে ভুগছেন তিনি। অবস্থার অবনতি তাঁকে হওয়ায় ভর্তি করা হয়েছে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে।

সাহিত্যিক বিজন ভট্টাচার্য এবং মহাশ্বেতা দেবীর একমাত্র সন্তান নবারুণ ভট্টাচার্য। জন্ম উনিশশো আটচল্লিশের তেইশে জুন, বহরমপুরে। উনিশো তিরানব্বই সালে রচিত হারবার্ট উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি সম্মান পেয়েছেন তিনি। এই উপন্যাসকে ভিত্তি করে পরে নাটক ও সিনেমাও তৈরি হয়েছে।

নবারুণ ভট্টাচার্যের অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য 'কাঙাল মালসাট', 'লুব্ধক', 'এই মৃত্যু উপত্যকা আমার দেশ না', 'হালালঝান্ডা ও অন্যান্য', 'মহাজনের আয়না', 'ফ্যাতাড়ু', 'রাতের সার্কাস' এবং 'আনাড়ির নারীজ্ঞান'।  

Read More