Home> কলকাতা
Advertisement

'কিল তাপস চট্টোপাধ্যায়', পোস্টারে বিধাননগরের ডেপুটি মেয়রকে খুনের হুমকি

ছাপানো পোস্টারে লেখা, "তাপস চট্টোপাধ্যায় মুর্দাবাদ, অরিন্দম ঘোষ জিন্দাবাদ।" আরও একটি পোস্টারে এরসঙ্গেই লেখা, "কিল তাপস চট্টোপাধ্যায়।"

'কিল তাপস চট্টোপাধ্যায়', পোস্টারে বিধাননগরের ডেপুটি মেয়রকে খুনের হুমকি

নিজস্ব প্রতিবেদন : বিধাননগর পুরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। আজ সকালে চোখে পড়ে এমন পোস্টার। বিধাননগর পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকা। আজ সকালে সেখানেই এলাকা জুড়ে চোখে পড়ে তৃণমূল নেতা তথা তাপস চট্টোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার।

ছাপানো পোস্টারে লেখা, "তাপস চট্টোপাধ্যায় মুর্দাবাদ, অরিন্দম ঘোষ জিন্দাবাদ।" আরও একটি পোস্টারে এরসঙ্গেই লেখা, "কিল তাপস চট্টোপাধ্যায়।" নতুপাড়া এলারায় বিভিন্ন স্থানে এই পোস্টার মারা হয়েছে। এদিন সকালে পোস্টারগুলি নজরে আসতেই ডেপুটি মেয়রের ঘনিষ্ঠদের খবর দেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় নারায়ণপুর থানায়। কে বা কারা ওই পোস্টারগুলি মারল, তা খতিয়ে দেখছে পুলিস।

fallbacks

আরও পড়ুন, বেতন বেড়েছে মাত্র ২,৫০০ টাকা, গায়েব হয়ে গিয়েছে DA, রাজ্যের বিরুদ্ধে SAT-এ যাচ্ছেন কর্মচারীরা

প্রসঙ্গত, এর আগে ৬ অগাস্ট ডেপুটি মেয়রের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই ঘটনার সঙ্গে এই পোস্টারের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অরিন্দম ঘোষ স্থানীয় ডিরোজিও কলেজের প্রাক্তন তৃণমূল ছাত্র নেতা। বর্তমানে বিধাননগর পুরনিগমের ১ নম্বর বোরোর চেয়ারম্যান তথা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহনাওয়াজ আলি মণ্ডল ওরফে ডাম্পির অনুগামী।

Read More