Home> কলকাতা
Advertisement

ভারতবর্ষের নেত্রী, ঘরে ফিরেই Mamata-র প্রশস্তিতে ২০২৪-র আগমনী Mukul-র

ঘরের ছেলে ঘরে ফিরল। মুকুল নিজেও মানসিক শান্তি পেল, বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee)। 

ভারতবর্ষের নেত্রী, ঘরে ফিরেই Mamata-র প্রশস্তিতে ২০২৪-র আগমনী Mukul-র

নিজস্ব প্রতিবেদন: আগামী লোকসভা ভোটে দিল্লির মসনদ থেকে মোদীকে হঠানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় বিজেপিকে রুখে দেওয়ার পর অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তারের কথা ঘোষণা করেছেন অভিষেকও। শুক্রবার তৃণমূলে যোগ দিয়ে মুকুলের মুখে নেত্রীর প্রশস্তিতে ধরা পড়ল জাতীয় রাজনীতির আগামীর ইঙ্গিত। মুকুল বললেন,''বাংলাকে সামনে থেকে নেতৃত্ব দেবেন, ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।''          
  
সাড়ে ৩ বছর পর 'ঘরওয়াপসি' করে মুকুল রায় (Mukul Roy) এ দিন বলেন,''আমার নিজের খুব ভালো লাগছে। পুরনো মানুষদের সঙ্গে দেখা হচ্ছে। বিজেপি থেকে বেরিয়ে এসে নতুন আঙিনায় যাঁদের সঙ্গে দেখা হচ্ছে, কথা বলতে পারছি। আমার খুব ভালো লাগছে। বিজেপি করতে পারলাম না। করব না। তাই পুরনো ঘরে ফিরে এলাম।''

তার পরই মুকুলের (Mukul Roy) ইঙ্গিতপূর্ণ মন্তব্য,''বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। যিনি সামনে থেকে বাংলাকে নেতৃত্ব দেবেন তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'' 

পুরনো সতীর্থের প্রশংসা করেছেন মমতাও (Mamata Banerjee)। তাঁর কথায়,''নির্বাচনের সময় অনেকে গদ্দারি করেছিল। দলবিরোধী একটাও কথা বলেনি মুকুল (Mukul Roy)।'' মুকুলের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ ধরে পড়েছে তাঁর গলায়। তৃণমূল নেত্রী বলেন,''ঘরের ছেলে ঘরে ফিরল। মুকুল নিজেও মানসিক শান্তি পেল। চমকে-ধমকে এজেন্সি দেখিয়ে মুকুলের উপরে কম অত্যাচার হয়নি। মুকুল নিজেও মানসিক শান্তি পেল। শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল। মুখে বলতে পারত না।''  

আরও পড়ুন- আয়ারাম-গয়ারাম পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়, মুকুল-প্রস্থানে উপলব্ধি 'দলবদলু' Hiran-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More