Home> কলকাতা
Advertisement

উপনির্বাচনের ৭ কেন্দ্রের ওয়ার্ড ধরে ধরে কোভিড-পরিসংখ্যান পাঠানো হবে কমিশনে

ভবানীপুরের কোভিড পরিস্থিতি জানতে শেষ ১০ দিনের তথ্য সংগ্রহ করেছে রাজ্য সরকার। 

উপনির্বাচনের ৭ কেন্দ্রের ওয়ার্ড ধরে ধরে কোভিড-পরিসংখ্যান পাঠানো হবে কমিশনে

নিজস্ব প্রতিবেদন: ভবানীপুরের একাধিক ওয়ার্ডে কোভিড আক্রান্ত নেই। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুরের মতো ওয়ার্ডভিত্তিক পরিসংখ্যান নির্বাচন কমিশনে পাঠানো হবে। 

ভবানীপুরের কোভিড পরিস্থিতি জানতে শেষ ১০ দিনের তথ্য সংগ্রহ করেছে রাজ্য সরকার। প্রতিটি ওয়ার্ড ধরে ধরে এই তথ্য নেওয়া হয়েছে। ১৪ জুলাইয়ের পরিসংখ্যান অনুযায়ী ভবানীপুরের ৮ ওয়ার্ডের মধ্যে ৭৪ নম্বরে কোভিড আক্রান্ত হয়েছেন ৩ জন। বাকি ওয়ার্ডগুলিতে আক্রান্ত নেই। ১০ দিন আগে অর্থাৎ ৪ জুলাইয়ের তথ্য বলছে, ৪ ওয়ার্ডে ৮ জন সংক্রমিত। এই তালিকার ভিত্তিতেই উপনির্বাচনের সওয়াল করে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,'এমন এলাকাও আছে যেখানে একটা কেসও নেই। যেমন কাল কলকাতা পুরসভার রিপোর্ট দেখছিলাম, ভবানীপুরের অনেক ওয়ার্ড কোভিডশূন্য।'    

ভবানীপুরের মতো বাকি ৬টি বিধানসভা কেন্দ্র যেখানে উপনির্বাচন বকেয়া রয়েছে সেখানকার তথ্যও একইভাবে জেলা প্রশাসনের কাছে চাওয়া হয়েছে। ওই ওয়ার্ডভিত্তিক পরিসংখ্যান রিপোর্ট পাঠানো হবে নির্বাচন কমিশনে। এ দিন মমতা বলেন,'সংবিধান অনুযায়ী ৬ মাসের মধ্যে উপনির্বাচন করা উচিত। বেআইনি কিছু চাইছি না আমরা।' এ দিনই দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে তৃণমূলের প্রতিনিধি দল। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) বলেন,'রাজ্যের মানুষের প্রত্যাশা নির্বাচন ৬ মাসের মধ্যে সম্পন্ন হোক। অল্প সময় প্রচারের জন্য দেওয়া হলেও আপত্তি নেই। বাংলার মানুষ চান নির্বাচন হোক।' 

আরও পড়ুন- টিকায় বঞ্চিত বাংলা, মোদীকে চিঠি মমতার; উত্তর না পেলেও লিখে যাব, আক্ষেপ মুখ্যমন্ত্রীর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

                       

Read More