Home> কলকাতা
Advertisement

অক্টোবর থেকে রবিবারেও চলবে মেট্রো, ঘোষণা কর্তৃপক্ষের

সাড়া মিলেছে নয়া ব্যবস্থায়। তবে পরিষেবা আরও খানিকটা সচল করতে সোমবার থেকেই বাড়ানো হচ্ছে শেষ মেট্রোর সময়সীমা। মোট এ ক্ষেত্রে নতুন আরও তিন জোড়া মেট্রো পেতে চলেছেন যাত্রীরা।

অক্টোবর থেকে রবিবারেও চলবে মেট্রো, ঘোষণা কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদন: শুধু সোম থেকে শনি নয়। এবার রবিবারেও চালু থাকবে মেট্রো। আগামী ৪ অক্টোবর থেকেই শুরু হবে রবিবারের পরিষেবা। জানানো হয়েছে মোট ৫৮টি মেট্রো পরিষেবা দেবে। সকাল ১০.১০  থেকে রাত ৮.৩০ পর্যন্ত চলবে মেট্রো। এই রবিবারগুলোতে সিনিয়র সিটিজেনদের জন্য সারাদিনই কোনও ই-পাস লাগবে না।

আরও পড়ুন:  ভূমিকা পালনে ব্যর্থ পুলিস, সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা: জগদীপ ধনখড়

পুজোর আগে ব্যস্ত সময়ে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। নিউ নর্মালে সমস্ত সুরক্ষাবিধি মেনে ইতিমধ্যেই শুরু হয়েছে মেট্রো পরিষেবা। যাত্রীদের সুরক্ষার্থে মেট্রো সফরে বদলেছে একাধিক নিয়ম। সাড়া মিলেছে নয়া ব্যবস্থায়। তবে পরিষেবা আরও খানিকটা সচল করতে সোমবার থেকেই বাড়ানো হচ্ছে শেষ মেট্রোর সময়সীমা। মোট এ ক্ষেত্রে নতুন আরও তিন জোড়া মেট্রো পেতে চলেছেন যাত্রীরা।

Read More