Home> কলকাতা
Advertisement

‘একবার পুলিস তাড়া করেছিল, সোনালি গুহর শাড়ি পরে পালিয়েছিলাম’

সিএএ-এনআরসি নিয়েও এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা

‘একবার পুলিস তাড়া করেছিল, সোনালি গুহর শাড়ি পরে পালিয়েছিলাম’

নিজস্ব প্রতিবেদন: নেতাজি ইন্ডোরে তৃণমূলের ছাত্র-যুব কর্মশালায় নিজের ছাত্র জীবনের কথা বলে তরুণদের উত্সাহ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি যদি কোনও ভুল করে থাকেন তা করতে নিষেধও করলেন তৃণমূল নেত্রী।

ছাত্র রাজনীতি সম্পর্কে মমতা এদিন বলেন, আমার এখন পেছনের সারিতে চলে গিয়েছি।  সামনের সারিতে এখন ছাত্র-যুবরা। ছাত্র রাজনীতি করেছি। কোনও দিন ভয় পাইনি।  যখন ক্লাসে ছিলাম তখন কেউ আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াত না। জানতো জামানত জব্দ হবে।

আরও পড়ুন-বিধানসভায় সর্বসম্মতভাবে পাস CAA বিরোধী প্রস্তাব, এক জোট হয়ে লড়ার বার্তা মমতার

ছাত্র রাজনীতি করতে গিয়ে গোলমালের কথাও টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, একবার নমিনেশন নিয়ে গন্ডগোল চলছিল। প্রিন্সিপ্যালকে ঘেরাও করেছিলাম। ভুল বা ঠিক যাই করে থাকি না কেন আপনারা এখন তা করবেন না।  

সেসময় শাসক সিপিএম সম্পর্কে তৃণমূল নেত্রী বলেন, এখন একটু কিছু হলেই টিভিতে দেখায়। সিপিএম গুন্ডারা একবার এক ছাত্রকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। তাকে ছিনিয়ে এনেছিলাম। সিপিএম এখন অনেক বড়বড় কথা বলে। ওরা এখন বিজেপি করে। বহুবার মার খেয়েছি। নেহাত ব্যায়াম করি বলে এখনও হেঁটে বেড়াই। একবার আমায় পুলিসে তাড়া করেছিল। সোনালি গুহর শাড়ি পরে পালিয়েছিলাম। আমরা সে সময়ে যে আন্দোলন করেছিলাম তা দুনিয়ায় কেউ করেনি।

আরও পড়ুন-চশমা ও সিসিটিভি ফুটেজই ধরিয়ে দিল বেলেঘাটায় সন্তান খুনে অভিযুক্ত মা-কে

সিএএ-এনআরসি নিয়েও এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বিজেপিকে নিশানা করে বলেন, গোটা একটা দেশ একটা রঙে চলে না। তোমরা ঠিক করবে আমি কি পোশাক পরব!  চিঁড়ে খাওয়া দেখে নাকি বাংলাদেশি চেনা যায়। এ জিনিস মেনে নেওয়া যায়!  যখন দেখবেন কোনও বিষয়ে মায়েরা রিঅ্যাক্ট করছে তখন বুঝবেন সেটা ঠিক নয়। আমরা বাংলার মাটি ভাগ হতে দেব না।

Read More