Home> কলকাতা
Advertisement

নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহায়তায় রিগিং, ৩০টা আসন পেত না: Mamata

ভাষণের শুরুতে নির্বাচন কমিশনের (Election Commission) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা (Mamata Banerjee)।

নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহায়তায় রিগিং, ৩০টা আসন পেত না: Mamata

নিজস্ব প্রতিবেদন: নির্বাচন কমিশন (Election Commission) সহযোগিতা না করলে বিজেপি (BJP) ৩০টা আসন পেত না! বিধানসভায় দাঁড়িয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে তিনি অভিযোগ করলেন,''নির্বাচন কমিশনের সহায়তায় প্রত্যক্ষ রিগিং হয়েছে ভোটে।'' 

এ দিন বিধানসভায় ধ্বনিভোটে স্পিকার হিসেবে নির্বাচনের পর ভাষণের শুরুতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। বলেন,''নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় কোথাও কোথাও রিগিং সম্পন্ন হয়েছে। এটা খুব দুঃখের ও লজ্জার বিষয়। নির্বাচনী ব্যবস্থার সংস্কার হওয়ার দরকার। ১৯৯৫ সাল থেকে এনিয়ে আওয়াজ তুলছি। ৩টি নির্বাচিত মানুষ। আর কয়েকজন রিটায়ার অফিসার। একটা চিরকূটে বদলি করে দিচ্ছে। এভাবে গণতন্ত্র রক্ষা হবে না।''  

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) এ দিন বলেন,''বিধানসভায়  কংগ্রেস ও সিপিএমের সদস্য নেই। নির্বাচন কমিশনের দয়ায় এসেছে ওরা। ঠিক আছে জনগণের জনাদেশ বলে মেনে নিচ্ছি। আপনার অনুষ্ঠান বয়কট করেছে। আমা শপথের অনুষ্ঠানও বয়কট করেছিল। আসলে ওদের সম্পূর্ণ বয়কট করেছে জনগণ। এমনকি নির্বাচন কমিশন সরাসরি সাহায্য না করলে ৩০টা আসনও পেত না। আমি চ্যালেঞ্জ করে বলছি। কীভাবে কী হয়েছে আমরা সবাই দেখেছে! কেন্দ্রীয় বাহিনীর নামে কী  অত্যাচার কী অত্যাচার!'' 

আরও পড়ুন- প্রধান বিরোধী-হীন বিধানসভায় স্পিকার নির্বাচনে হাজির সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক

 

Read More